Home আবহাওয়া আজ থেকে টানা তিনদিন বৃষ্টিপাতের পূর্বাভাস

আজ থেকে টানা তিনদিন বৃষ্টিপাতের পূর্বাভাস

by banganews

উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে ঘূর্ণাবর্ত। এর জেরে আজ থেকে টানা তিনদিন বৃষ্টিপাত হতে পারে বাংলায়, এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আজ এবং আগামীকাল সমুদ্র উপকূলবর্তী এলাকার মানুষদের জন্য সতর্কর্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে৷

আরও পড়ুন :  আজ শুক্রবার, কেমন যাবে আজকের দিন! জেনে নিন আজকের রাশিফল

আবহাওয়া দফতর জানিয়েছে, আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

সকালের দিকে আকাশে ঝলমলে রোদের সঙ্গেই চলছে বৃষ্টি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন :  দেশের করোনা পরিস্থিতি

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে প্রবল বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে৷

You may also like

Leave a Reply!