Home লাইফস্টাইল সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই কেন?

সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই কেন?

by banganews

বঙ্গ নিউস, ৭ জানুয়ারি, ২০২১ঃ বাচ্চাদের সব সময় বলা হয় সরস্বতী পূজার আগে কুল খাবে না। তাহলে তোমার বিদ্যা পালিয়ে যাবে। বলা হয়, সরস্বতী পূজার আগে কুল খেলে নাকি দেবী সরস্বতী রাগ করে পরীক্ষায় লেখা সঠিক উত্তর নাকি ভুল করিয়ে দেবেন৷
তাই ইচ্ছে হলেও বাচ্চারা কুল খেতে পারে না।
সরস্বতীর মূল প্রসাদ কুল। তাই দেবী সরস্বতীকে প্রথম কুল উৎসর্গ করার পরই ছাত্র ছাত্রীরা খেতে পারবেন। কিন্তু সত্যিই কি এর পিছনে কোন বৈজ্ঞানিক কারণ আছে? নাকি নিছক অন্ধবিশ্বাস?

আরও পড়ুন নন্দীগ্রামে শহীদ দিবস পালনে বিজেপি ও তৃণমূল

শীতে জ্বর সর্দি কাশির প্রকোপ বাড়ে। সরস্বতী পুজোর আগ কাঁচা থাকে কুল৷ কাঁচা কুল টক হওয়ায় গলা, পেট ও দাঁতের জন্য ক্ষতিকারক। কিন্তু সরস্বতীর পুজোর সময় কুল পেকে যায়। তখন এই সমস্যা হয় না । তাহলে বোঝা যাচ্ছে সরস্বতী পুজোর আগে কুল খেলে সমস্যা হয় শরীরে। তাই বারণ করা হয়৷ এর জন্য বিদ্যায় কোনো প্রভাব পড়ে না।

You may also like

Leave a Reply!