Home বঙ্গ নন্দীগ্রামে শহীদ দিবস পালনে বিজেপি ও তৃণমূল

নন্দীগ্রামে শহীদ দিবস পালনে বিজেপি ও তৃণমূল

by banganews

প্রতিবছরেই আজকের দিনে নন্দীগ্রামে শহীদ দিবস পালন করে তৃণমূল কংগ্রেস। এবছরও তার ব্যাতিক্রম হয়নি। প্রতিবছর শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শহীদ দিবস পালন করা হত। কিন্তু এবছর শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছেন। এবারের শহীদ দিবসে তৃণমূল কংগ্রেসের সাধারন সম্পাদক তথা সাংসদ সুব্রত বক্সির নেতৃত্বে শহীদবেদীতে মাল্যদান করেন তৃণমূলের নেতা কর্মীরা।

আরও পড়ুন মুম্বই পুলিশের জরুরি তলব কপিল শর্মাকে

শহীদ মাতা ফিরোজা বিবি, ভূমি উচ্ছেদ কমিটির অন্যতম সাধারন সম্পাদক তথা জেলা পরিষদের সহ সভাপতি সেখ সুফিয়ান, আবু তাহের সহ কয়েক হাজার নেতা কর্মীরা শহীদদের শ্রদ্ধা জানায়। পাশাপাশি শহীদ পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। ২০০৭ সালে আজকের দিনেই জমি রক্ষার আন্দোলনে যোগ দিয়ে গিয়ে মৃত্যু হয়েছিল তিনজনের , ভরত , সেলিম ও বিশ্বজিত। এরা প্রত্যেকেই নন্দীগ্রামের বাসিন্দা। প্রতিবছরের মত এবারেও ভোরবেলা শহীদবেদীতে ফুল আর মালা দেওয়া হয়। আজ সকাল ৪টে ৪০ মিনিটে বশ্যতা বিরোধী নন্দীগ্রাম আন্দোলনের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করলেন সুব্রত বক্সি সহ অন্যান্য তৃণমূল নেতৃবৃন্দ। তবে এবার শুভেন্দু ও তাঁর অনুগামীরা বিজেপির পক্ষ থেকে শহীদবেদীতে মোমবাতি প্রজ্জ্বলন ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন ,যা নন্দীগ্রামের মানুষের কাছে নতুন অধ্যায়।

You may also like

Leave a Reply!