Home লাইফস্টাইল ফোনে রং, জল ঢুকে গিয়েছে? জেনে নিন কি করবেন

ফোনে রং, জল ঢুকে গিয়েছে? জেনে নিন কি করবেন

by banganews

রঙের উৎসবে মেতে ওঠেন ছোট থেকে বড় সকলে। রং, আবির, পিচকারি, জল ভরা বেলুন, সমস্ত কিছু নিয়ে মানুষ একে অপরকে রাঙিয়ে তোলেন। বহু জায়গাতেই হোলি উপলক্ষে বিভিন্ন পার্টির আয়োজন করা হয়। প্রচুর হইহুল্লোড়ের সঙ্গে একে অপরকে রং মাখিয়ে এই উৎসব উদযাপন করা হয়। পার্টি হোক কিংবা উৎসব, সাধের স্মার্টফোনটিকে তো আর হাতছাড়া করা চলে না। তাই হোলিতে স্মার্টফোন সুরক্ষিত রাখার জন্যও বেশ কিছু নিয়ম মেনে চলা দরকার। জেনে নিন স্মার্টফোনে রং ঢুকে গেলে কীভাবে তা পরিষ্কার করবেন।

১. স্মার্টফোন পরিষ্কার করার সবথেকে সহজ উপায় হচ্ছে, নরম রুমাল কিংবা তুলোর বল ভিজিয়ে নিন হ্যান্ড স্যানিটাইজারে। আর তা দিয়ে হালকা হাতে ঘষে তুলে দিন রং।
২. ফোন থেকে রং তোলার জন্য অ্যালকোহলের ব্যবহার করার কথাও বলেন বিশেষজ্ঞরা।

https://thebanganews.com/holi-special-recipe-of-traditional-thandai/
৩. যদি কোনওভাবে আপনার স্মার্টফোনটি জলে পড়ে যায় কিংবা তাতে প্রচুর পরিমাণে জল লেগে যায়, তাহলে দ্রুত ফোনটিকে শুকনো সুতির কাপড় দিয়ে মুছে নিন। তারপর চালের ড্রামের মধ্যে রেখে দিন। কিছুক্ষণ অন্তর অন্তর ফোনটিকে চালের কৌটোর মধ্যে জায়গা বদল করে করে রাখুন। ফোন একেবারেই সেই মুহূর্তে অন করবেন না। যতক্ষণ না ফোন থেকে সমস্ত জল শুকিয়ে যাচ্ছে, সেই সময় ফোন অন করলে শট সার্কিট হতে পারে।
৪. বাড়িতে অনেকেই হেয়ার ড্রায়ার ব্যবহার করেন। ফোন শুকনো করার ক্ষেত্রে যেন ভুল করেও হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না।
৫. ফোন পরিষ্কার করার সময় ফোনটিকে ভালো করে খুলে সুতির রুমাল কিংবা তুলো দিয়ে পরিষ্কার করুন।

You may also like

Leave a Reply!