Home দেশ বিহারে শেষ হাসি তেজস্বী যাদবেরই? কী বলছে বুথ ফেরত সমীক্ষা?

বিহারে শেষ হাসি তেজস্বী যাদবেরই? কী বলছে বুথ ফেরত সমীক্ষা?

by banganews

ত্রিশঙ্কু হতে চলেছে বিহার বিধানসভা ভোটের ফলাফল। এমনটাই বলছে বুথফেরত সমীক্ষা। বিহার নির্বাচন দেশের রাজনীতির জন্য সবসময়ই খুব গুরুত্বপূর্ণ। তার ওপর করোনা আবহে দেশে প্রথম ভোট। তাই শনিবার তৃতীয় ও শেষ দফায় সেরাজ্যের ১৬টি জেলার ৭৮টি বিধানসভা আসনে ভোটগ্রহণ শেষ হতে না হতেই সকলের নজর ছিল বুথফেরত সমীক্ষায়। সেই সমীক্ষা বলছে, ক্লিন সুইপ মারতে পারবে না কোনও দলই। টাইমস নাও-সি ভোটার, ইন্ডিয়া টুডে-মাই অ্যাক্সিস, এবিপি-সি ভোটার, চাণক্য সহ প্রায় সব সমীক্ষাই বলছে, ফেল করবে নীতিশ-মোদী ম্যাজিক। এবার ভোট বৈতরণী পার করবে আরজেডি। তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন বিহারের অধিকাংশ মানুষ, বলছে সমীক্ষা। একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে আসবে আরজেডি। যদিও ম্যাজিক ফিগার ছুঁতে পারবে না কোনও দলই। সমীক্ষা এও বলছে, হাড্ডাহাড্ডি লড়াই হবে তেজস্বী যাদবের আরজেডি নেতৃত্বাধীন মহাগটবন্ধন এবং এনডিএ-এর মধ্যে। একনজরে দেখে নেওয়া যাক কী বলছে বুথফেরত সমীক্ষা।

আরও পড়ুন তৃণমূলে যোগ বাদুড়িয়ার কংগ্রেস বিধায়কের

এবিপি-সি ভোটার
এনডিএ ১০৪-১২৮
মহাগটবন্ধন ১০৮-১৩১
এলজেপি ১-৩

টাইমস নাও-সি ভোটার
এনডিএ ১১৬
মহাগটবন্ধন ১২০
এলজেপি ১
অন্যান্য ৩-৬

টুডে’জ চাণক্য
বিজেপি-জেডিইউ ৩৪%
আরজেডি-কংগ্রেস ৪৪%
এলজেপি ২২%

রিপাবলিক টিভি- জন কি বাত
এনডিএ ৯১-১১৭
মহাগটবন্ধন ১১৮-১৩৮
এলজেপি ৫-৮
অন্যান্য ৩-৬

দৈনিক ভাস্কর
এনডিএ ১২০-১২৭
মহাগটবন্ধন ৭১-৮১
এলজেপি ১২-২৩
অন্যান্য ১৯-২৭

টিভি নাইন-ভারতবর্ষ
এনডিএ ১১৫
মহাগটবন্ধন ১২০
এলজেপি ০৪
অন্যান্য ০৪

পোলস অব পোলস
এনডিএ ১১৫
মহাগটবন্ধন ১০৮
এলজিপি ০৮

তিন দফায় নির্বাচন হয়েছিল বিহারের ২৪৩টি বিধানসভা আসনে। ভোটের ফলঘোষণা হবে মঙ্গলবার। ২০১৫ সালের নির্বাচনে বিজেপিকে রুখতে একজোট হয়েছিলেন নীতিশ-লালু। ২০১৭ সালে বিজেপির হাত ধরেন নীতিশ। এবার এনডিএ-এর দুই প্রধান শরিক বিজেপি ও জেডিইউ যথাক্রমে ১১০টি ও ১১৫টি আসনে লড়ছে। মহাগটবন্ধনের শরিক আরজেডি লড়ছে ১৪৪টি আসনে এবং অপর দুই শরিক কংগ্রেস ও সিপিআইএম লড়ছে যথাক্রমে ৭০টি ও ১৯টি আসনে।

You may also like

Leave a Reply!