Home বঙ্গ বাংলার কথা সম্মানে ভূষিত রাজ্য যুবনেতা কুন্তল ঘোষ

বাংলার কথা সম্মানে ভূষিত রাজ্য যুবনেতা কুন্তল ঘোষ

by banganews

জেলা তথা সমাজের সার্বিক মঙ্গল এর জন্য বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ যুবনেতা সমাজসেবা কুন্তল ঘোষকে দেওয়া হল বাংলার কথা সম্মান৷ গতকাল শ্রীরামপুর এর কুটীর মাঠে এই সম্মাননা প্রদান করা হয় কুন্তল ঘোষকে৷ শারীরিক অসুস্থতার কারণে তিনি সশরীরে উপস্থিত হতে পারেন নি৷ তাঁর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন প্রশান্ত সরকার৷

 

দীর্ঘ দুবছরের বেশি মহামারীর সঙ্গে লড়াই করতে হচ্ছে সকলকে৷ নতুন বছরেও করোনা আতঙ্ক রয়েছে। করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন এর দাপটে মানুষের মধ্যে আতঙ্ক থেকেই যাচ্ছে৷ কিন্তু কিছু মানুষ এইসময় সকলের মঙ্গলের জন্য কাজ করে চলেছেন৷

তেমন একজন যুব নেতা সমাজসেবী কুন্তল ঘোষ।

 

করোনার দ্বিতীয় ঢেউ যখন সমগ্র বাংলায় ব্যাপক হারে সংক্রমণ ছড়িয়েছিল, সেই সময় তিনি গড়ে তোলেন সবুজ সঙ্গী। কুন্তল ঘোষ তার সঙ্গীদের নিয়ে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়া থেকে শুরু করে অসুস্থ মানুষকে অক্সিজেন খাবার দেওয়া,পাড়ায় পাড়ায় মাস্ক বিতরণ, স্যানিটাইজ করা ইত্যাদি নানা কর্মসূচি পালন করেছিলেন৷

 


একইভাবে এখন ওমিক্রন সম্পর্কে আতঙ্কিত না হয়ে মানুষকে সচেতন থাকার বার্তা দিচ্ছে সবুজ সঙ্গী৷

বাংলার বিভিন্ন প্রান্তে ওষুধ, খাবার পৌঁছে দিয়েছেন৷ মাস্ক স্যানিটাইজার থেকে শুরু করে রাত বিরেতে অক্সিজেন এর ব্যবস্থা করা সবই করেছেন সবুজ সঙ্গীর কর্ণধার কুন্তল ঘোষ। PLORUX অ্যাপের মাধ্যমে রাজ্যের কোথায় কোন হাসপাতালে কটি বেড আছে, কোথায় কার কী প্রয়োজন সমস্ত তথ্যাদির সন্ধান রাখত সবুজ সঙ্গী৷ অ্যাপ, ফোন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে রাতদিন চলত মানুষের সেবাকাজ৷

 

আসানসোল থেকে এক মা যখন তার কয়েকমাসের সন্তানকে বাঁচাতে কলকাতার রাস্তায় সাহায্য চাইছেন, সেইসময় এস এস কে এমে ভর্তি করানো থেকে শুরু করে চিকিৎসার ব্যবস্থা করে মায়ের কোলে সন্তানকে ফিরিয়ে দিয়েছেন কুন্তল ঘোষ৷

নিজে হাতে ইমিউনিটি হালিম বানিয়ে ঈদের দিন করোনা আক্রান্ত মানুষের জন্য হাসপাতালে পাঠিয়েছিলেন৷  উৎসবের আনন্দ পৌঁছে দিয়েছেন এইভাবে৷

তবে শুধু করোনা আবহে নয়, প্রত্যেক বছর দুঃস্থ মানুষদের পুজোয় নতুন জামাকাপড় দেওয়া  এবং শীতে শীতবস্ত্র বিতরণ করেন কুন্তল ঘোষ৷ বাংলার ছেলেমেয়েদের শিক্ষাক্ষেত্রে অগ্রগতির জন্য কুন্তল ঘোষ প্রতিষ্ঠা করেছেন একাধিক শিক্ষা প্রতিষ্ঠান৷ লিটল অ্যাঞ্জেল অ্যাকাডেমিতে অত্যন্ত স্বল্পমূল্যে শিশুরা শিক্ষালাভ এর সুযোগ পায়৷ অন্যদিকে উচ্চশিক্ষার জন্য তিনি হুগলি জেলায় স্থাপন করেছেন ইন্দ্রাণী দেবী বি এড কলেজ।  এছাড়া হুগলি কলেজ অব এডুকেশন সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান।

ভলিবল, হ্যাণ্ডবল খেলায় বাংলার ছেলেমেয়েদের প্রতিনিয়ত অনুপ্রেরণা দিচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, রাজ্য ভলিবল অ্যাসোসিয়েশন এর ভাইস প্রেসিডেন্ট  এবং রাজ্য মানবাধিকার সুরক্ষা ফোরামের জয়েন্ট সেক্রেটারি,  হুগলি জেলা যুব তৃণমূল কংগ্রেস এর জেনরেল সেক্রেটারি কুন্তল ঘোষ৷

কুন্তল ঘোষ তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে এই পুরস্কারের জন্য ধন্যবাদ জানিয়েছেন জি ২৪ ঘন্টাকে৷ এবং পরিবার এবং সবুজ সঙ্গীর প্রতিটি সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন৷   তাঁর এই বিপুল কর্মকাণ্ডের অনুপ্রেরণা,” বাংলা তথা ভারতের মা মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়।” যুবনেত্রী সায়নী ঘোষ এর সহায়তা ছাড়া করোনা আবহে সবুজ সঙ্গীর ব্যাপক সাফল্য অসম্ভব বলেও জানান কুন্তল ঘোষ৷

You may also like

Leave a Reply!