Home বঙ্গ শেষ পর্যায়ে মাধ্যমিকের রেজাল্ট? ভয়ে পরীক্ষার্থীরা..

শেষ পর্যায়ে মাধ্যমিকের রেজাল্ট? ভয়ে পরীক্ষার্থীরা..

by banganews

‌মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের কাছে সুসংবাদ না দুঃসংবাদ বলা যাচ্ছে না। কিন্তু আগামী জুন বা জুলাইয়ের মধ্যেই বেরিয়ে যেতে পারে মাধ্যমিকের রেজাল্ট। এমনটাই জানা যাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের তৎপরতা দেখে। তাদের নতুন নির্দেশিকায় মাধ্যমিকের খাতা দেখছেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তাদের জানানো হয়েছে আগামী ৪৮ ঘন্টার মধ্যে অর্থাৎ দু দিন এর মধ্যেই জরুরি ভিত্তিতে প্রধান পরীক্ষকের কাছে জমা দিতে হবে। শুধুমাত্র মূল্যায়নকারী শিক্ষকদের নয়, প্রধান পরীক্ষকদেরও জানানো হয়েছে খুব দ্রুত বিষয়ভিত্তিক নম্বর জমা দেয়ার কথা।প্রায় ৯০শতাংশ নম্বর ইতিমধ্যেই জমা পড়ে গেছে বলে খবর মধ্যশিক্ষা পর্ষদের পক্ষে। তাই বাকি নম্বরের জন্য তারা এবার এই তাড়াহুড়োর ব্যবস্থা করেছেন। ফেব্রুয়ারিতে শেষ হয়ে গেলেও করোনা অবস্থায় ফলপ্রকাশে নানান বাধা দেখা যায়। তার মধ্যেই অবশ্য শিক্ষকদের কাছে পর্ষদের মৌখিক নির্দেশ পৌঁছেছিল। মৌখিক নির্দেশ নিয়ে সেই সময়ে অনেক বিতর্ক হলেও এতদিন ফলপ্রকাশ করতে পারেননি মধ্যশিক্ষা পর্ষদ। তবে কাজ চলছিল নম্বর সংগ্রহ করার।মে মাসের প্রথম থেকেই এই কাজ শুরু হয়ে গিয়েছিল বলে দাবি। প্রথম ভাগে গ্রীন জোন এবং দ্বিতীয় ভাগে অরেঞ্জ জোন এর থেকে উত্তরপত্র সংগ্রহের কাজ চলেছে।সেখান থেকেই ৯০শতাংশ নম্বর এসে গেছে বলে দাবি পর্ষদের।পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন ছাত্রদের সুবিধার জন্যই এই ব্যবস্থা।অনেকেই লকডাউনের জন্য নম্বর দিতে গড়িমসি করছেন তাই তাদের জন্যই এই আলাদা নির্দেশিকা জানিয়েছে পর্ষদ।

You may also like

Leave a Reply!