Home দেশ ক্রীড়াজগতের কালো দিন। মারা গেলেন West bengal state handball association এর ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় বিশ্বাস।

ক্রীড়াজগতের কালো দিন। মারা গেলেন West bengal state handball association এর ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় বিশ্বাস।

by banganews

West bengal state handball association এর ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় বিশ্বাস আজ ভোর ৫.৩০ এর সময় পরলোক গমন করেন। হুগলীর চন্দননগরে বসবাসকারী মানুষটি সমাজসেবী হওয়ার সাথে একজন ক্রীড়াপ্রেমী ছিলেন। পশ্চিমবঙ্গের হ্যান্ডবল এবং ভলিবলের জগতে তাঁর অবদান অনস্বীকার্য। চিরকাল তিনি খেলার উন্নতিকল্পে কাজ করে গেছেন। তাঁর এই মৃত্যুতে গভীরভাবে শোকাহত West bengal state handball association পরিবার। তারা ইতিমধ্যেই সঞ্জয়বাবুর পরিবারকে সহানুভূতি জানিয়েছেন । West bengal state handball association এর প্রেসিডেন্ট কুন্তল ঘোষ গভীর শোক প্রকাশ করে জানিয়েছেন এই মৃত্যুতে তিনি একজন অভিভাবক হারালেন। বহুদিন ধরেই লিভার এর অসুখে ভুগছিলেন সঞ্জয় বাবু । ক্রীড়াজগতের এই কালো দিনে সকলেই নিজের মত করে সহানুভূতি জানিয়েছেন।

You may also like

Leave a Reply!