Home বঙ্গ ভোল বদলে নতুন রূপে রাধা স্টুডিও

ভোল বদলে নতুন রূপে রাধা স্টুডিও

by banganews

ভোল বদলে পুরনো রাধা স্টুডিও এখন ‘শতবর্ষ ভবন’। সম্পূর্ণ আধুনিক। সোমবার আন্তর্জাতিক কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নন্দন- রবীন্দ্রসদনের মতোই আরও একটি প্রেক্ষাগৃহ উপহার পেলেন কলকাতাবাসী।

ফোটোগ্যালারি: সূচনা হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের

সরকারি তত্বাবধানে রাধা স্টুডিও নতুন ভাবে গড়ে তোলা হয়েছে। এবারে উৎসবে মোট ১০ টি সরকারি হলের সঙ্গে পুরোনো রাধা স্টুডিও যা এখন ‘শতবর্ষ ভবন’নাম দেওয়া হয়েছে সেখানেও ছবি দেখানো হচ্ছে। ফেস্টিভ্যাল শেষ হয়ে গেলে অন্যান্য হলের মতো এখানেও নিয়মিত ছবি দেখানো হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, এখানে এখন পুরনো ছবির ডিজিটালাইজেশন ও রেস্টোরেশনের কাজ চলছে। শতবর্ষ ভবনের পাশেই আরও ৬ তলা একটি ভবন তৈরি হচ্ছে যেখানে পুরনো ছবির আর্কাইভ গড়ে উঠবে। ল্যাবের কাজ সহ একাধিক গুরুত্বপূর্ণ কাজ হবে। সব মিলিয়ে নতুন ভাবে সেজে উঠছে পুরনো দিনের রাধা স্টুডিও।

You may also like

Leave a Reply!