Home বঙ্গ তীব্র গরমে ‘মর্নিং স্কুল’-এর নির্দেশিকা রাজ্য শিক্ষা দফতরের

তীব্র গরমে ‘মর্নিং স্কুল’-এর নির্দেশিকা রাজ্য শিক্ষা দফতরের

by banganews

তীব্র গরম এবং তাপপ্রবাহ থেকে বাঁচতে মর্নিং স্কুল চালু করার সিদ্ধান্ত নিল রাজ্যের শিক্ষা দফতর। বিকাশ ভবনের নির্দেশিকা অনুযায়ী, গরমে সুস্থ থেকে পড়ুয়ারা যাতে স্কুলে যেতে পারে, সেই জন্য প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক, সব স্তরেই ‘মর্নিং স্কুল’ চালু করতে হবে। মর্নিং স্কুল চালু হলেও পড়াশোনায় যাতে কোনও রকম ঘাটতি না হয়, সেটা দেখতে হবে শিক্ষক-শিক্ষিকাদেরই।

রাজ্যের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সতর্কতা আবহাওয়া দফতরের

অতিমারিকালে দীর্ঘ সময় স্কুল বন্ধ ছিল, শিক্ষার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে ইতিমধ্যে। এই পরিস্থিতিতে নতুন করে স্কুলে ছুটি না-দিয়ে পড়াশোনা যতটা সম্ভব, চালিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই এই ব্যবস্থা বলে মনে করা হচ্ছে। কোনও স্কুল সকালে পঠনপাঠনের ব্যবস্থা করতে না পারলে, সে-ক্ষেত্রে গরম থেকে রক্ষা পেতে পড়ুয়াদের কী কী করতে হবে এবং স্কুলকে কী ব্যবস্থা গ্রহণ করতে হবে, স্বাস্থ্য অফিসারের সঙ্গে আলোচনা করে তা ঠিক করতে হবে, এমনই উল্লেখ রয়েছে বিকাশ ভবনের নির্দেশিকায়। পাশাপাশি, জানানো হয়েছে, গরমের মোকাবিলা করার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর এবং বিপর্যয় মোকাবিলা দফতরের ‘গাইডলাইন’ মেনে চলতে হবে। তবে কবে থেকে সকালের স্কুল চালু হবে, নির্দেশিকায় তার উল্লেখ করেনি শিক্ষা দফতর।

You may also like

Leave a Reply!