Home কলকাতা ওয়েবসাইট বলে দেবে করোনা বেড খালি আছে কিনা

ওয়েবসাইট বলে দেবে করোনা বেড খালি আছে কিনা

by banganews

এবার থেকে আর করোনা রোগীকে নিয়ে হাসপাতালের দরজায় দরজায় ঘুরতে হবে না। রাজ্য সরকারের ওয়েবসাইটে জানা যাবে কোন হাসপাতালে কটা করোনা রোগীর জন্য বেড খালি আছে। পশ্চিমবঙ্গ সহ দিল্লি, মহারাস্ট্র ও তামিলনাড়ু তে করোনা চিকিৎসার কোনো সুবন্দোবস্ত নেই এই মর্মে সুপ্রিম কোর্টে মামলা জারি হয়, তারপরে নড়েচড়ে বসে পশ্চিমবঙ্গ সরকার। তড়িঘড়ি নির্দেশ দেওয়া হয় ওয়েবসাইটে বেডের অবস্থান জানানোর জন্য। বর্তমানে রাজ্যসরকারের ওয়েবসাইট অনুযায়ী সরকারি হাসপাতালে ১০৩১৩ টি বেডের মধ্যে ৮২২৫ টি বেড খালি রয়েছে। এর পাশাপাশি আজ থেকে বেসরকারি হাসপাতালগুলো জানাবে তাঁদের করোনা রোগীর জন্য কটা বেড খালি আছে।

আরও পড়ুন বন্ধ হয়ে গেল ফুচকা বিক্রি – করোনা সংক্রমণের আশঙ্কায়

মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালগুলোতে মিলিয়ে ১০০০ বেড করোনা চিকিৎসার জন্য খালি রাখতে হবে। প্রতি ঘণ্টায় হাসপাতালগুলোকে করোনা বেড সংক্রান্ত তথ্য ওয়েবসাইটে আপডেট করতে হবে, কড়া নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে। “নিজের জন্য বেড খুঁজে পেতে একজন প্রবীণ চিকিৎসককে কলকাতার দশটি হাসপাতালে ঘুরতে হয়েছিল, এটা খুবই লজ্জার বিষয়”, রাজ্যে করোনা চিকিৎসার জন্যে বরাদ্দ বেডের অপ্রতুলতা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার থেকে পশ্চিমবঙ্গের কোন কোভিড হাসপাতালে কতগুলি বেড খালি তা ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে, জানিয়েছেন মুখ্যসচিব রাজীব সিনহা। এই বিপদের দিনে কোনও করোনা রোগী এলে হাসপাতাল তাঁকে ফেরাতে পারবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

You may also like

Leave a Reply!