Home দেশ গ্যাংস্টার বিকাশ দুবের খোঁজ দেওয়ার পুরস্কারমূল্য বাড়াল উত্তরপ্রদেশ পুলিশ

গ্যাংস্টার বিকাশ দুবের খোঁজ দেওয়ার পুরস্কারমূল্য বাড়াল উত্তরপ্রদেশ পুলিশ

by banganews

গ্যাংস্টার বিকাশ দুবের খোঁজ দিতে পারলে মিলবে আড়াই লক্ষ টাকা। পুলিশের তরফ থেকে এই মর্মে বিজ্ঞপ্তি ছড়িয়ে দেওয়া হল উত্তরপ্রদেশের ৭৫টি জেলায়। উত্তরপ্রদেশ পুলিশের ডিরেক্টর জেনারেল হিমেশ চন্দ্র অবস্তি বলেন, আটজন পুলিশকর্মীকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া বিকাশ দুবের সন্ধান দিতে পারলে এই পুরস্কার দেওয়া হবে। সন্ধানদাতার পরিচয়ও গোপন রাখা হবে।
বিকাশ দুবের সন্ধান দেওয়ার পুরস্কারমূল্য ক্রমেই বাড়ছে। শুরুতে ছিল পঞ্চাশ হাজার টাকা। তারপর এক লক্ষ টাকা। উত্তরপ্রদেশ পুলিশের তরফ থেকে আড়াই লক্ষের ঘোষণাটা আজ করা হল।

আরও পড়ুন ২০২১-এর আগে করোনা টিকা ভারতীয় বাজারে মিলবে না, জানাল বিজ্ঞান মন্ত্রক

ডিরেক্টর জেনারেল অবস্তি জানান, তিনহাজার পুলিশ পঞ্চাশটি দলে ভাগ হয়ে রাজ্যের পঁচাত্তরটি জেলায় বিকাশ দুবের খোঁজে তল্লাশি শুরু করেছে। উন্নাও টোলপ্লাজা-তে তার ছবিও লাগিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিরেক্টর জেনারেল অবস্তি।
শুধু তাই নয়, গ্যাংস্টারের সঙ্গে পুলিশবাহিনীতে কার কার যোগাযোগ আছে, খুঁজে বার করতে শুরু হয়েছে তদন্ত। ফোনের কললিস্ট পরীক্ষা করে ইতিমধ্যেই ধরা পড়েছে তিনজন পুলিশকর্মী। বরখাস্ত করা হয়েছে তাদের। তিন কর্মীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

You may also like

Leave a Reply!