Home দেশ নিজে একবেলা খেয়ে ১৩ টি পোষা কুকুরের মুখে অন্ন তুলে দিচ্ছেন চেন্নাইয়ের এক মহিলা

নিজে একবেলা খেয়ে ১৩ টি পোষা কুকুরের মুখে অন্ন তুলে দিচ্ছেন চেন্নাইয়ের এক মহিলা

by banganews

লকডাউনে সারা দেশ স্তব্ধ হয়ে রয়েছে। গৃহবন্দী হয়ে রয়েছে সবাই। এই সময় বাজার দোকানও বন্ধ। ফলে রাস্তার কুকুর বিড়ালদের ও অভুক্ত থাকতে হচ্ছে। এই সময় অভিনব কান্ড ঘটালেন চেন্নাইয়ের এক মহিলা। একবেলা খাবার খেয়ে বাড়ির পোষ্য কুকুরদের মুখে খাবার তুলে দিচ্ছেন এ মীনা নামের চেন্নাইয়ের এক মহিলা। করোনা প্রকোপে সারা দেশ জুড়ে লকডাউন চলছে। এই পরিস্থিতিতে অনেকেই কাজ হারিয়েছেন। দুবেলা দুমঠো খাবার জোগার করতে হিমসিম খেতে হচ্ছে অনেককেই। দোকান বাজারও বন্ধ।

চেন্নাইয়ের ওই মহিলা রান্নার কাজ করে বাড়ি বাড়ি। এক কামরার ঘর নিয়ে থাকে আর তাঁর সাথে থাকে তাঁর ১৩ টা পোষা কুকুর। এই লকডাউনে কাজ নেই তাঁরও। তাই তিনি পোষ্য কুকুরদের খাওয়াতে অন্যরকম পদ্ধতি নিলেন তিনি। তিনি একবেলা খেয়ে কুকুরদের মুখে অন্ন তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন। তাঁর কথায় ” আমি বেশি খেতে পারি না, এই সময় কুকুরগুলোর কথা ভেবেই একবেলা খাচ্ছি “। লকডাউনের আগে আগাম ২ মাসের কিছু চাল ও কুকুরের খাবার কিনে রেখেছিলেন তিনি। দুই বাড়ি থেকে অগ্রিম মাইনে চেয়ে তিনি খাবারের ব্যবস্থা করে রেখেছেন, তিনি আরও বলেছেন “এই সময় একটু কষ্ট হচ্ছে কিন্তু এই পোষ্যা গুলোর কথা ভেবে একটু ত্যাগ তো করতেই হবে”। এরপরেও তাঁর মন খারাপ কারণ তিনি পোষা কুকুরদের পাশাপাশি বাইরের কিছু কুকুরকেও খাওয়াত। সেটা এখন সম্ভব হয়ে উঠছে না। এখন তিনি পরিস্থিতি স্বাভাবিক হওয়ার লক্ষে পথ চেয়ে বসে আছেন। এই কঠিন পরিস্থিতিতে তাঁর সারমেয় দের জন্য এহেন পদক্ষেপ মানবিকতার নজির তৈরি করেছে

আরো পড়ুনঃ কলেজের ইংরাজি শিক্ষক বেঁচে থাকার লড়াইতে বেছে নিয়েছেন মিস্ত্রির কাজ

You may also like

Leave a Reply!