Home দেশ করোনা রিপোর্ট নেগেটিভ : তবু ৭ দিনের আইসোলেশনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী

করোনা রিপোর্ট নেগেটিভ : তবু ৭ দিনের আইসোলেশনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী

by banganews

ত্রিপুরা, ৪ ঠা আগস্ট, ২০২০ : করোনায় আক্রান্ত নন, তবুও কোয়ারেন্টাইনে রয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তাঁর পরিবারের দুজন সদস্য করোনা আক্রান্ত। সেকারনেই রোগের কোনরকম উপসর্গ না থাকলেও সতর্কতা অবলম্বন করতেই কোভিড পরীক্ষা করান তিনি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগে থেকেই সেল্ফ কোয়ারেন্টাইনে ছিলেন, এমনকি রিপোর্ট নেগেটিভ আসার পরেও তিনি আগামী সাত দিন নিজের বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন :  দেশের করোনা পরিস্থিতি

মঙ্গলবার নিজের টুইটার হ্যান্ডেল থেকে একটি পোস্টে তিনি জানান, তাঁর কোভিড-১৯ টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে আগামী এক সপ্তাহ হোম কোয়ারেন্টাইন সহ অন্যান্য বিধি নিষেধ মেনে চলবেন তিনি। যাবতীয় কাজকর্ম ঘরে বসেই করার পরিকল্পনা রয়েছে তাঁর। ত্রিপুরার মানুষের শুভেচ্ছা ও প্রার্থনার জন্য তাদেরকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন :  নিম্নচাপের জেরে বৃষ্টি, সমুদ্র উপকূলে জারি সতর্কতা

গোটা দেশে গত ২৪ ঘন্টায় ৫২ হাজারেরও বেশি মানুষ সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮,৫৫,৭৪৬। গতদিন ৮০৩ জনের মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৮,৯৩৮।

You may also like

Leave a Reply!