Home দেশ হরিয়ানাতেও ঘাসফুল, পার্টি অফিস খুলছে তৃণমূল

হরিয়ানাতেও ঘাসফুল, পার্টি অফিস খুলছে তৃণমূল

by banganews

লক্ষ্য ২০২৪ নির্বাচন। সেই উদ্দেশ্যই জাতীয় স্তরে প্রভাব বিস্তার করতে সক্রিয় তৃণমূল। ইতিমধ্যেই ত্রিপুরা, আসাম এবং গোয়াতে সংগঠন বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে তৃণমূল। সেই পথেই হরিয়ানাতেও পা রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস।

 

হরিয়ানাতে অ্যাড হক কমিটি তৈরির পরিকল্পনা নিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে হরিয়ানার দায়িত্বপ্রাপ্ত নেতা সুখেন্দু শেখর রায় জানিয়েছেন, হরিয়ানার ২২টি জেলার মানুষ সমর্থন করছেন তৃণমূলকে।

 

দলের কর্মীদের সাথে দেখাও করেন তাঁরা। আন্তর্জাতিক স্তরে সংগঠনকে শক্তিশালী করতে আগামী ৮ই ডিসেম্বর হরিয়ানায় পার্টি অফিসের উদ্বোধন করবে তৃণমূল কংগ্রেস।

 

 

সূত্রে খবর, হরিয়ানার বিভিন্ন জেলার ৫০জনকে আপাতত দায়িত্ব দেওয়া হবে। পার্টি অফিস খুলে প্রচার শুরু হবে। এরপর ধাপে ধাপে বিভিন্ন এলাকায় পার্টি অফিস খোলার কাজ হবে।

সুপার সিঙ্গারের মঞ্চে অমিত কুমার সঙ্গে কুমার শানু

স্থানীয় এলাকায় সংগঠনকে জোরদার করতে এব্যাপারে যোগাযোগ শুরু হয়েছে। দল সূত্রে জানা গিয়েছে, উত্তর পূর্বভারতের একাধিক রাজ্যে দলের প্রচার শুরু হয়েছে। কংগ্রেস, বিজেপি ছেড়ে অনেকেই যোগ দিচ্ছেন তৃণমূলে।

 

২০২৪এর লোকসভা নির্বাচনের দিকে দৃষ্টি রয়েছে রাজনৈতিকমহলের।

You may also like

Leave a Reply!