Home দেশ বাংলার ৪ কেন্দ্রেই গণনায় একতরফা লিড তৃণমূলের

বাংলার ৪ কেন্দ্রেই গণনায় একতরফা লিড তৃণমূলের

by banganews

আজ দেশের ৩টি লোকসভা ও ২৯ বিধানসভার ভোটগণনা হচ্ছে।  ৩০ অক্টোবর উপনির্বাচন হয়েছে। ১৩টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের লোকসভা ও বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে৷ বাংলার ৪ কেন্দ্রেই গণনায় একতরফা লিড তৃণমূলের।  উড়ছে সবুজ আবির।

দাদরা ও নগর হাভেলি, মধ্যপ্রদেসের খাণ্ডোয়া ও হিমাচল প্রদেশের মান্ডি এই ৩ লোকসভা কেন্দ্রে
উপনির্বাচন হয়েছে৷  ২৯টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে।  তার মধ্যে রাজ্যের চারটি কেন্দ্র রয়েছে।

ধনতেরাসের দিন  আসতে শুরু করেছে নির্বাচনের এক-একটি রাউন্ডের ফল।  এগিয়ে থাকা দলগুলির উচ্ছ্বাসের ছবি দেখা যাচ্ছে৷
কিন্তু উচ্ছ্বাসের মাঝে করোনাবিধি মানতে হবে  সেই বিষয়ে সতর্ক করল কমিশন। স্পষ্ট জানিয়ে দিল, ‘ফল ঘোষণার পর বিজয় মিছিল করা যাবে না। সার্টিফিকেট নেওয়ার সময় জয়ী প্রার্থীর সঙ্গে ২ জনের বেশি নয়’

বাজি পোড়ানোতে স্থগিতাদেশ দিল হাইকোর্ট

আজ পশ্চিমবঙ্গ ছাড়াও ১২ রাজ্যে ১ কেন্দ্রশাসিত অঞ্চলের ২৫ আসনে ভোট। আসামে ৫ টি আসনে এবং  মধ্যপ্রদেশের ৩ টি আসনে তেলেঙ্গানা, দাদরা নগর হাভেলিতে এগিয়ে বিজেপি।হিমাচলের মান্ডি, মধ্যপ্রদেশের খাণ্ডোয়ায় এগিয়ে বিজেপি।

রাজস্থান এবং কর্ণাটকে  এগিয়ে কংগ্রেস। কর্ণাটকের সিন্দগিতে এগিয়ে বিজেপি, হাঙ্গলে এগিয়ে কংগ্রেস। তেলঙ্গানার হুজুরাবাদে এগিয়ে টিআরএস।

You may also like

Leave a Reply!