Home বঙ্গ রবিবার থেকে আসানসোলে প্রচার শুরু তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার

রবিবার থেকে আসানসোলে প্রচার শুরু তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার

by banganews

আগামী ২০ মার্চ থেকে আসানসোল লোকসভার উপ-নির্বাচনে প্রচার শুরু করতে পারেন শত্রুঘ্ন সিনহা। এবারের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হয়েছেন এই অভিনেতা। গত রবিবার লোকসভার উপনির্বাচনে তাঁকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ঘোষণার সঙ্গে সঙ্গেই আসানসোলের নিচুতলার কর্মীরা প্রচার শুরু করে দিয়েছেন। সাতটি বিধানসভা এলাকায় কাউন্সিলর থেকে শুরু করে ব্লক সভাপতিরা দেওয়াল লিখন থেকে শুরু করে পোস্টার হোডিং লাগানোর কাজ শুরু করে দিয়েছেন। সকলেই অপেক্ষা করছেন নতুন প্রার্থীর আগমনের। শোনা যাচ্ছে বাবার হয়ে প্রচার করতে আসতে পারেন সোনাক্ষী সিনহাও।

https://thebanganews.com/mamata-banerjee-claims-that-she-got-an-offer-to-buy-pegasus-three-years-back/

শত্রুঘ্নকে স্বাগত জানাতে বিশেষ পরিকল্পনা রয়েছে তৃণমূল নেতৃত্বের। ১২ এপ্রিল ভোটের কথা মাথায় রেখে প্রচারসূচি সাজানো হচ্ছে বলে খবর। উল্লেখ্য, আসানসোল উপনির্বাচনে প্রার্থী হিসেবে পার্থ মুখোপাধ্যায়ের নাম ঘোষণা করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তিনি সিপিএমের প্রার্থী। বিজেপি এখনও প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি। পাঁচ রাজ্যের নির্বাচনে ভরাডুবির পর কংগ্রেস আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী দেবে কি না, তা স্পষ্ট করেনি।

You may also like

Leave a Reply!