Home বিদেশ রূপান্তরকামী বিতর্ক, পুরস্কার প্রত্যাখ্যান করলেন জে কে রাউলিং

রূপান্তরকামী বিতর্ক, পুরস্কার প্রত্যাখ্যান করলেন জে কে রাউলিং

by banganews

লন্ডন, ২৯ অগাস্ট, ২০২০: রূপান্তরকামীদের নিয়ে তাঁর মন্তব্যের জেরে উঠেছিল বিতর্কের ঝড়। তারই প্রেক্ষিতে কেনেডি সংগঠনের দেওয়া পুরস্কার প্রত্যাখ্যান করলেন হ্যারি পটার স্রষ্টা জে কে রাউলিং। যদিও রাউলিং নিজে বলেছেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা থেকে জন্ম নিয়েছে যাবতীয় বিতর্ক।

আরও পড়ুন অকারণে মাস্ক খুললেই নো ফ্লাই লিস্টে নাম, মিলবে না বিমান পরিষেবা

রূপান্তরকামীদের নিয়ে মন্তব্য করে রীতিমতো সমালোচনার মুখে পড়েছিলেন ঔপন্যাসিক জে কে রাউলিং। রূপান্তরকামীদের নিয়ে লেখিকার মন্তব্যের কড়া সমালোচনা করেন রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংগঠনের প্রেসিডেন্ট কেরি কেনেডি। তারপরই ওই সংগঠনের তরফ থেকে দেওয়া একটি পুরস্কার প্রত্যাখ্যানের কথা জানালেন রাউলিং।
নিজের ওয়েবসাইটে রাউলিং লিখেছেন, ”আমার বিবৃতিটি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। এমনভাবে দেখানো হয়েছে যেন, ট্রান্সফোবিক এবং রূপান্তরকামীদের ক্ষতি করার জন্য আমি দায়ী”।

আরও পড়ুন পাঠানকোটে দুষ্কৃতিদের হামলায় মৃত সুরেশ রায়নার কাকা , পিসির অবস্থা গুরুতর

তিনি আরও বলেছেন, ”এলজিবিটিদের উন্নয়নকল্পে দীর্ঘদিন ধরে অনুদান দিয়ে আসছি। রূপান্তরকামীদের অধিকারের লড়াইয়ের সমর্থক একজন আমি। তাই আমি যে রূপান্তরকামীদের ঘৃণা করি বা তাঁদের অকল্যান চাই, এই অভিযোগ অস্বীকার করছি…।”
তাঁর পূর্বেকার বক্তব্য নিজের ওপর ঘটা যৌন নির্যাতনের ঘটনার কথা বলতে গিয়ে বলা। জানিয়েছেন রাউলিং।

You may also like

Leave a Reply!