Home খেলা এই প্রথম দাবা অলিম্পিয়াড ফাইনালে ভারত

এই প্রথম দাবা অলিম্পিয়াড ফাইনালে ভারত

by banganews

বঙ্গ নিউস, ২৯ অগাস্ট, ২০২০ঃ  এই প্রথমবার দাবা অলিম্পিয়াডের ফাইনালে উঠল ভারত। সৌজন্যে কোনেরু হাম্পি। ইন্টারন্যাশনাল চেস ফেডারেশনের তরফ থেকে টুইট করা হয়, “কালো ঘুঁটিতে আর্মাজেডন গেমে মোনিকা সোকো-কে হারিয়ে টিম ইন্ডিয়াকে দাবা অলিম্পিয়াডের ফাইনালে তুললেন কোনেরু হাম্পি। রাশিয়া-আমেরিকা ম্যাচের বিজয়ীর সঙ্গে আগামীকাল মুখোমুখি হবে ভারতের।”

আরও পড়ুন রেল ও মেট্রো পরিষেবা চালু নিয়ে ধন্দে আধিকারিকরাই

শনিবারই ২-১ গেমে পোল্যান্ডকে হারালেন কোনেরু। তবে এই জয় তাঁর পক্ষে সহজ ছিল না একেবারেই। প্রথম রাউন্ডে হেরে গিয়েছিলেন। খেলা ঘোরে দ্বিতীয় রাউন্ড থেকে। আর থামতে হয়নি কোনেরু হাম্পিকে।
রবিবার ফাইনালে দেশের হয়ে নিজের জীবনের প্রথম সোনা কিংবা রুপোটি জিততে চলেছেন কোনেরু।
এর আগে ২০১৪ সালে অলিম্পিয়াডে ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন কোনেরু হাম্পি।

You may also like

1 comment

Leave a Reply!