Home দেশ আগামীকাল উল্টোরথ: আজ থেকে কার্ফু পুরীতে

আগামীকাল উল্টোরথ: আজ থেকে কার্ফু পুরীতে

by banganews
আজ রাত দশটা থেকে সরকারিভাবে কার্ফু জারি হচ্ছে পুরীতে। এই কার্ফু উঠবে ২ জুলাই রাত দশটায়। গোটা পুরী শহরকে কড়া প্রশাসনিক তত্ত্বাবধানে মুড়ে আগামীকাল গুণ্ডিচাবাড়ি থেকে পুনর্যাত্রায় মন্দিরে ফিরবেন জগন্নাথদেব। এই পুনর্যাত্রা বা উল্টোরথ উপলক্ষে পুরীতে আজ থেকেই বসে যাচ্ছে কড়া পুলিশি প্রহরা। পুরীর কালেক্টর বলবন্ত সিং জানিয়ে দিয়েছেন, আগামী ৪ জুলাই পর্যন্ত কোনও পর্যটক বা তীর্থযাত্রী পুরীতে আসতে পারবেন না। হোটেলগুলির কাছে নির্দেশিকা গেছে, কোনও অবস্থাতেই যেন বাইরের বোর্ডার সেখানে না থাকেন। পুরীর প্রবেশপথে বসছে কড়া প্রহরা।
জগন্নাথ মন্দিরের করোনা নেগেটিভ সেবাইতরা যেভাবে রথযাত্রার দিন রথ টেনে নিয়ে গিয়েছিলেন, উল্টোরথেও সেই নিয়মই পালিত হবে বলে জানিয়েছে প্রশাসন। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক নিজে পুনর্যাত্রা বিষয়ক প্রতিটি অনুষ্ঠানের ব্যাপারে দেখভাল করছেন বলে খবর।

You may also like

Leave a Reply!