Home পাঁচমিশালি সামাজিক দূরত্ব বজায় রাখতে তৈরি হয়েছে অভিনব জুতো

সামাজিক দূরত্ব বজায় রাখতে তৈরি হয়েছে অভিনব জুতো

by banganews

সামাজিক দূরত্ব বজায় রাখতে নতুন জুতো আবিষ্কার। রোমানিয়ার এক জুতো কারিগর গ্রেগর লুপ করোনাভাইরাস এর সংক্রমণ এড়াতে এক অভিনব জুতো তৈরি করে ফেলেছেন। পায়ে পায়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে তিনি প্রায় আড়াই ফুট লম্বা জুতো বানিয়েছেন। এই জুতো পড়ে যদি মুখোমুখি দুজন দাঁড়িয়ে কথা বলেন তবে প্রত্যাশিতভাবেই তাদের মধ্যে দেড় মিটারের একটি ব্যবধান তৈরি হবে। অর্থাৎ তৈরি হবে সোশ্যাল ডিস্ট্যান্সিং।

আরও পড়ুন লকডাউনের জন্য বন্ধ থাকা অফিসের কর্মীদের বেতন কি কাটা হবে? কী নির্দেশ দিল আদালত?

গ্রেগরের কথায়, সামাজিক দূরত্বটা এখন অত্যন্ত প্রয়োজনীয়। অনেকেই এটা মানছেন না। এর ফলে সংক্রমণ আরো বেড়ে যাচ্ছে। কাজেই পথে-ঘাটে বেরিয়ে বা কোন জায়গায় সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এটি একটি অভিনব উপায়ে বলে তার মনে হয়। জুতোটি দেখতে একটু অদ্ভুত হলেও রোমানিয়ায় ইতিমধ্যেই নাকি এই জুতোর কদর বেড়েছে। জুতোর নামকরণ করা হয়েছে ‘সোশ্যাল ডিস্ট্যান্সিং শু’।

You may also like

Leave a Reply!