Home বঙ্গ গোয়ায় ‘‌গৃহলক্ষ্মী প্রকল্পের’‌ প্রতিশ্রুতি তৃণমূলের, কত টাকা পাবেন মহিলারা

গোয়ায় ‘‌গৃহলক্ষ্মী প্রকল্পের’‌ প্রতিশ্রুতি তৃণমূলের, কত টাকা পাবেন মহিলারা

by banganews

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপকার পেয়েছেন বাংলার অসংখ্য মহিলা। নির্বাচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এই প্রকল্প। এবার এই প্রকল্পের নিশানা আরবসাগর তীরবর্তী রাজ্য গোয়া। ২০২২ সালের গোয়ার বিধানসভা নির্বাচনে প্রতিশ্রুতি হিসাবে গৃহলক্ষ্মী স্কিমের ঘোষণা করল তৃণমূল কংগ্রেস।

টুইটারে একটি ভিডিও প্রকাশ করে এই ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, এই প্রকল্পে মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে দেওয়া হবে ‘গৃহলক্ষ্মী কার্ড’। এই কার্ডের মাধ্যমে মহিলারা প্রতি মাসে ৫ হাজার টাকা অর্থাৎ বছরে মোট ৬০ হাজার টাকা পাবেন মহিলারা। সেই টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ঢুকবে।

রোগীকে বাঁচাতে কেরল থেকে এল বিরল রক্ত!

প্রায় সাড়ে তিন লক্ষ পরিবারকে এই প্রকল্পের আওতায় আনা হবে বলে খবর। এই প্রকল্পে টাকা পাবেন প্রত্যেক পরিবারের একজন করে মহিলা। বাংলার মতো গোয়াতেও বড় সংখ্যক মহিলা ভোটব্যাঙ্ক রয়েছে। গোয়ায় মোট ভোটারদের ৫১ শতাংশই মহিলা। আগামী ১৩ই ডিসেম্বর গোয়া সফরের পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রীর।

You may also like

Leave a Reply!