Home বঙ্গ বিরিয়ানি বিলি করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

বিরিয়ানি বিলি করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

by banganews

অভিনব কায়দায় ভোটারদের প্রভাবিত করার চেষ্টা। বেসরকারি হাসপাতালের ছাদে বিরিয়ানি রান্না করে বিলি। এমনই অভিনব পন্থায় ভোট কেনার অভিযোগ উঠল মানিকতলার ২৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে।

এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “গত কাল রাত থেকে এলাকায় বহিরাগতদের আসা-যাওয়ার অভিযোগ পাচ্ছিলাম। এদিন সকাল থেকে বেসরকারি হাসপাতালে বিরিয়ানি রান্না হচ্ছে। সে রান্না হতেই পারে, ভোটের দিন এজেন্টদের প্যাকেট বিলি করা হতেই পারে। কিন্তু ভোটারদের প্রভাবিত করা ঠিক নয়। বিজেপি ভোট পাবে না জেনেই এ সব করছে।” তিনি আরও জানান, “হাসপাতালের বর্তমান মালিক বিজেপি ঘনিষ্ঠ। ক’দিন ধরেই হাসপাতালের রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছিল। সেই টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা। পুলিশকে আমরা জানিয়েছি। ব্যবস্থা নিতে বলেছি। হাসপাতালে রোগীর আত্মীয় ছাড়া বহিরাগতদের সরিয়ে দিতে বলেছি।”

 

জোটের ভয় বিজেপির ভোট এলেই গঙ্গাস্নান নাহলে সেই গঙ্গাতেই ভাসে মৃতদেহ, কটাক্ষ মমতার

যদিও এই অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁরা জানিয়েছেন, হাসপাতালে কর্মীদের জন্য বিরিয়ানি রান্না করা হচ্ছিল। এ প্রসঙ্গে বিজেপির তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

You may also like

Leave a Reply!