Home বঙ্গ Acharya’s Pariwar! কথায় গানে শিল্পীসমাবেশে চাঁদের হাট

Acharya’s Pariwar! কথায় গানে শিল্পীসমাবেশে চাঁদের হাট

by banganews

বাংলা সঙ্গীতের এক গৌরবোজ্জ্বল শ্রুতিমধুর অধ্যায়কে ফিরে দেখা এই সময়ের নিরিখে

 

আচার্য্য জয়ন্ত বোস বাংলা সঙ্গীতের ইতিহাসে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান৷ দীর্ঘ সাঙ্গিতীক জীবনে বহু ছাত্রছাত্রীকে তিনি গান শিখিয়েছেন৷ এই সময়ের বহু প্রখ্যাত শিল্পীকে গান শিখিয়েছেন তিনি৷

এমন অনেকে আছেন যাঁরা সরাসরি  তাঁর কাছে না শিখলেও আচার্য্য জয়ন্ত বোসের গান শুনে শিখেছেন অনেক কিছুই৷ পণ্ডিত তন্ময় বোস এর কথায়, আচার্য্য জয়ন্ত বোস যদি হন শিক্ষাগুরু দ্রোণাচার্য্য, তবে একদল অর্জুন আর একদল জয়ন্ত বোস এর ভাবশিষ্য একলব্য।

তাঁদের সকলকে নিয়ে আচার্য্য জয়ন্ত বোসের শ্রুত অশ্রুত, সমস্ত গান নিয়ে ACHARYA JAYANTA BOSE – BMS MINDMILES ইউটিউব চ্যানেলে আসছে একটি মিউজিকাল সিরিজ Acharya Pariwar

 

প্রথম পর্বে থাকছে বিশেষ আকর্ষণ। সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে পণ্ডিত তন্ময় বোস কে৷  হারমোনিয়ামের সুরে শিল্পীদের পরিচয়জ্ঞাপন এবং আচার্য্য জয়ন্ত বোস এর সঙ্গে বিশেষ সুরতালবাদ্যের সমন্বয় সৃষ্টি করবেন পণ্ডিত তন্ময় বোস৷

 

আচার্য্যের সৃষ্ট বিভিন্ন গান গাইবেন শ্রীকান্ত আচার্য, শম্পা কুণ্ডু, মনোময় ভট্টাচার্য, শুভমিতা বন্দ্যোপাধ্যায়, রাঘব চট্টোপাধ্যায়,  সৌম্য বসু, জয়তী চক্রবর্তী, শুভঙ্কর ভাস্কর, বৈশাখী চৌধুরী, রথীজিৎ ভট্টাচার্য, সপ্তক ভট্টাচার্য, পিউ মুখার্জী,মাহিরী বোস,সোম চ্যাটার্জি, আকাশ ভট্টাচার্য, অস্মি বোস। সঙ্গীতায়োজনে দীপঙ্কর ভাস্কর, শৌর্য ঘটক ( পিন্টু), সৌম্য বসু, রথীজিৎ ভট্টাচার্য ও দেবর্ষি মুখার্জী।

 


এই সিরিজটির পরিবেশনার দায়িত্বে আচার্য্য জয়ন্ত বোস এর কন্যা সঙ্গীতশিল্পী ও চিত্র পরিচালক মাহিরী বোস। সেইসঙ্গে দৃশ্যায়নের ভাবনা পরিচালনা এবং পরবর্তী প্রযোজনায় মাহিরী বোস৷ দৃশ্যনির্মাণ করেছেন সৈকত সরকার, চিত্রগ্রহণে রোমিত বন্দ্যোপাধ্যায়।

 

বাংলার জয়! ইউনেসকোর স্বীকৃতি পেল বাঙালির শ্রেষ্ঠ উৎসব

১৫ ডিসেম্বর Acharya’s Pariwar এর আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন শিল্পীরা৷ নতুন বছর থেকে মাসে দুটি করে গান প্রকাশিত হবে জানান আচার্য্য জয়ন্ত বোস৷

 


বাংলা সঙ্গীতের এক গৌরবোজ্জ্বল শ্রুতিমধুর অধ্যায়কে ফিরে দেখা এই সময়ের নিরিখে; যে সুর, যে কথা প্রজন্মকাল বিস্ময় সৃষ্টি করে৷

সায়নী মুখার্জী

You may also like

Leave a Reply!