Home বিনোদন বাংলা সিনেমায় এই প্রথম মোটা মেয়ে

বাংলা সিনেমায় এই প্রথম মোটা মেয়ে

by banganews

কলকাতা, ১৭ সেপ্টেম্বর, ২০২০: ‘দম লগাকে হেঁইসা’ যখন হিন্দিতে হয়েছিল, অনেকেই বলেছিলেন, এমন ছবি বলিউডই পারে।
এবার টলিউড দেখাবে তারাও পারে। এক মোটা মেয়ের গল্প আসবে পর্দায়। এই প্রথমবার। আনবেন পরিচালক জুটি শিবপ্রসাদ আর নন্দিতার প্রোডাকশন হাউজ উইন্ডোজ। মহালয়ার সকালে মুক্তি পেল তার খসড়া লুক।

আরও পড়ুন আসন্ন কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ স্মরণ

ছবির নাম ‘ফাটাফাটি’। ফাটাফাটিই বটে। ছবির ফার্স্টলুক যেন ম্যাগাজিনের কভার। তাতে গোলাপি হরফে বড় বড় করে লেখা রয়েছে বেশ কিছু ক্যাচলাইন। ‘স্টপ বডি শেমিং’, ‘নিজেকে ভালবাসুন’, ‘ইমপারফেক্ট ইজ পারফেক্ট’…যা সচরাচর প্রয়োগ হয়ে থাকে ‘মোটা মেয়েদের’ জন্যই।
এ ছবির পরিচালনায় অরিত্র মুখোপাধ্যায়। পরিচালক বলছেন, “এটা আসলে একটা মৌটা মেয়ের জার্নি। সামাজিক পরিস্থিতিতে একজন মোটা মেয়ে কীভাবে হেনস্থা হয়, তার জীবন কীভাবে বদলায়, বডি শেমিং ইত্যাদির মতো বিষয় উঠে আসবে এই ছবিতে।”
এই ছবির চিত্রনাট্য লিখেছেন জিনিয়া সেন।

আরও পড়ুন চারদিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

আপাতত স্ক্রিপ্টের কাজ শুরু হয়ে গিয়েছে। অরিত্র আশা করছেন নভেম্বরের মধ্যে সমস্ত বিধি মেনে শেষ হয়ে যাবে শুটিংয়ের কাজও।
এবার সেই কোটি টাকার প্রশ্ন—নামভূমিকায় কে?
প্রোডাকশন হাউজের মুখে কুলুপ। তবে কানাঘুষো খবর, এই ভূমিকায় আসছেন ইন্ডাস্ট্রির সত্যিকারের ‘মোটা মেয়ে’ অপরাজিতা আঢ্য।
এমন ভূমিকায় তিনিও এই প্রথম।

You may also like

Leave a Reply!