Home বঙ্গ চারদিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

চারদিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

by banganews

বঙ্গ নিউস, ১৭ সেপ্টেম্বর, ২০২০ঃ  ২১ এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে আগামী ২১ তারিখ থেকে ৪ দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে তুলনামূলক খারাপ ফল করেছিল তৃণমূল। এবার ২১ এর বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গ দিয়ে জেলা সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী। তবে উত্তরবঙ্গ সফরে এখনও কোনো রাজনৈতিক কর্মসূচী ঘোষণা করেননি তিনি।

আরও পড়ুন পুজো নিয়ে পুলিশের কাছে নবান্নের নির্দেশ

২১ তারিখ প্রথমে আকাশপথে বাগডোগরা পৌঁছাবেন মুখ্যমন্ত্রী, সেখান থেকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় উত্তরকন্যায় উঠবেন তিনি। ২২ তারিখ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলা প্রশাসনের সঙ্গে ও ২৩ তারিখ কোচবিহার, দার্জিলিং ও কালিংপং জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক সারবেন মুখ্যমন্ত্রী। ২৪ তারিখ ফের বাগডোগরা হয়ে কলকাতা ফিরবেন তিনি। বিধানসভা ভোটের আগে উত্তরবঙ্গ নিয়ে বিশেষ নজর দিচ্ছেন দলনেত্রী। মুখ্যমন্ত্রীর চারদিনের এই সফর দলকে আরও চাঙ্গা করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

You may also like

Leave a Reply!