Home কলকাতা ভেলোরে চিকিৎসার জন্য স্বাস্থ্যসাথী প্রকল্পে মিলবে এই সুবিধা

ভেলোরে চিকিৎসার জন্য স্বাস্থ্যসাথী প্রকল্পে মিলবে এই সুবিধা

by banganews

কলকাতা ১৩ অক্টোবর ২০২০:  জটিল অথবা ব্যয়বহুল চিকিৎসার জন্য বহু বাঙালিই কলকাতার থেকে বেশি ভরসা করেন ভেলোরকে। তবে সেক্ষেত্রে চিকিৎসার জন্য হঠাৎ টাকার প্রয়োজন পড়লে অনেক সময় বিপদে পড়তে হয়৷ এবার রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় এল ভেলোর সিএমসি। এখন থেকে স্বাস্থ্যসাথীর আওতায় থাকা যে কেউ এই প্রকল্পের সুবিধা পাবেন।

আরও পড়ুন ভেন্টিলেশনের পার্শ্বপ্রতিক্রিয়া সামলাতে পারবেন তো? সৌমিত্রকে নিয়ে দুশ্চিন্তায় চিকিৎসকরা

সূত্রের খবর, গত ৬ অক্টোবর থেকে নতুন এই প্রকল্পে নাম নথিভুক্ত করার কাজ চলছে। তবে এই সময় যেহেতু ট্রেন পরিষেবা বিচ্ছিন্ন, তাই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে উপভোক্তারা এই বাড়তি সুবিধা পাবেন।

দিন কয়েক আগে খড়গপুরে সভাতে আয়ুস্মান ভারত প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্র যদি পশ্চিমবঙ্গে আয়ুষ্মান প্রকল্প রূপায়ন করতে চায়, তাতে তাঁর কোনও আপত্তি নেই ৷ তিনি জানান ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্প তিনি দু’বছর আগেই এনেছেন। তাই কেন্দ্রীয় সরকার চাইলে আয়ুষ্মান প্রকল্পে ১০০ শতাংশ টাকা দিতেই পারে৷

You may also like

Leave a Reply!