Home বিদেশ এড়ানো গেল না যুদ্ধ, ক্রিমিয়া দিয়ে ইউক্রেনে ঢুকল রুশ সেনা

এড়ানো গেল না যুদ্ধ, ক্রিমিয়া দিয়ে ইউক্রেনে ঢুকল রুশ সেনা

by banganews

শুরু হয়ে গেল যুদ্ধ।
ইউক্রেন-রাশিয়ার তিক্ততা অবশেষে গড়াল সামরিক সংঘর্ষে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রপুঞ্জের হুঁশিয়ারি অগ্রাহ্য করে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান ঘোষণা করল রাশিয়া। পূর্ব ইউরোপের ক্রিমিয়া দিয়ে ইউক্রেনে ঢুকল রুশ সেনা। এরপরই রাজধানী কিয়েভ, খারকিভ-সহ একাধিক শহরে শোনা গেল একের পর এক বিস্ফোরণের শব্দ। ইউক্রেনের সেনাবাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। ইউক্রেন নিয়ে কোনও বিদেশি শক্তি নাক গলালে তার ফল ভুগতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যুদ্ধের প্রস্তুতি হিসেবে আগেই ইউক্রেন সীমান্তে এয়ারস্পেস বন্ধ করেছে রাশিয়া। ইউক্রেনও তাদের ৩টি বিমানবন্দর বন্ধ করে দিয়েছে। গোটা দেশে জারি হয়েছে জরুরি অবস্থা।

 

তালিবানি জমানায় চালান নিজের স্কুল, আফগান তরুণীর সাহসিকতায় মুগ্ধ বিশ্ব

অন্যদিকে, রাশিয়ার আগ্রাসন নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে আমেরিকা। বিনা প্ররোচনায়, অযৌক্তিকভাবে রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছে বলে জানিয়েছেন জো বাইডেন। এর ফলে অসংখ্য প্রাণহানি ও মানুষের দুর্ভোগ বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইতিমধ্যেই ইউক্রেনের দূতাবাস খালি করেছে মস্কো। ইউক্রেনের তরফেও তাদের নাগরিকদের রাশিয়া ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে।

You may also like

Leave a Reply!