Home দেশ রকেট হামলায় সৌদির তেল ডিপোতে বিস্ফোরণ

রকেট হামলায় সৌদির তেল ডিপোতে বিস্ফোরণ

by banganews

ইয়েমেনের হুদি জঙ্গি গোষ্ঠী হামলা চালাল সৌদি আরবের আরামকো তেলের ডিপোতে। এই আবহে সাময়িক ভাবে বিশ্ব বাজারে তেলের দাম নিয়ে সংশয় দেখা দিতে পারে। হামলার দায় হুদি গোষ্ঠী স্বীকার করলেও প্রাথমিক ভাবে তেলের ডিপোতে আগুন লাগার ঘটনা নিয়ে মুখ খোলেনি আরামকো কর্তৃপক্ষ বা সৌদি সরকার। উল্লেখ্য, কয়েকদিন আগেও সৌদির এই তেলের ডিপোতেই হামলা চালিয়েছিল হুদিরা। উত্তর জেড্ডায় অবস্থিত এই ‘বাল্ক প্ল্যান্ট’টি শহরের আন্তর্জাতিক বিমানবন্দরের খুবই কাছে অবস্থিত।

 

সোমবারই দেশে ফিরছে ইউক্রেনে নিহত ভারতীয় পড়ুয়ার মরদেহ

প্রসঙ্গত, হুদিদের সঙ্গে সৌদিদের সংঘার বহুদিনের। ২০১৪ সালে ইরানের মদতপুষ্ট হুদিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর থেকেই সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হুদিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। বিগত আট বছর ধরে এই সংঘর্ষে বহু মানুষ মারা গিয়েছে, ক্ষতি হয়েছে বহু সম্পত্তির। তবে এই চলমান সংঘাত থামার কোনও ইঙ্গিত নেই।

You may also like

Leave a Reply!