Home কলকাতা রেশন বন্টন নিয়ে আরও কড়া রাজ্য সরকার

রেশন বন্টন নিয়ে আরও কড়া রাজ্য সরকার

by banganews

কলকাতা, ২২ সেপ্টেম্বর, ২০২০ঃ রেশন বন্টন নিয়ে আরও কড়া ব্যবস্থা নিতে চলেছে রাজ্য সরকার। মৃত ব্যক্তিদের রেশন কার্ড চিহ্নিত করে সেই সব কার্ড বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে খাদ্য দফতর। স্বাস্থ্যদফতরের কাছে জেলা ভিত্তিক মৃত ব্যাক্তিদের তালিকা চাওয়া হয়েছে। সেই তালিকা যাচাই করে অনলাইনে মৃত ব্যক্তিদের কার্ডগুলি বাতিল করবে খাদ্যদফতর।

আরও পড়ুন অনুরাগের বিপক্ষে বাঙালি, পাশেও বাঙালি

অনেক পুরসভা ও পঞ্চায়েত মৃত্যুর শংসাপত্র ইস্যু করার সময় রেশনের নথি চায়। অনেক সময় তা খাদ্যদফতরের কাছে এসে পৌঁছয় না। লকডাউনে বিনামূল্যে রেশন দিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগামী বছর জুন মাস পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়া হবে। মৃত ব্যাক্তিদের কার্ড বাতিল করে তাঁদের বরাদ্দ খাদ্যশষ্য বন্ধ করলে সরকারের অনেকটা সাশ্রয় হবে। জনসংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। ফলে সেই বরাদ্দ রেশন নতুন কাউকে দেওয়া যাবে।

You may also like

Leave a Reply!