Home দেশ শতাব্দীর বিরলতম চন্দ্রগ্রহণ

শতাব্দীর বিরলতম চন্দ্রগ্রহণ

by banganews

সময়ের নিরিখে প্রায় বিরলতম চন্দ্রগ্রহণ হবে শুক্রবার পূর্ণিমার দিন।  খন্ডগ্রাস চন্দ্রগ্রহণ এতক্ষণ ধরে গত শতাব্দীতে হয়নি।  এবং আগামীতেও কয়েক শতাব্দী এমন চন্দ্রগ্রহণ হবে না বলেই জানা যাচ্ছে।

৩ ঘন্টা ২৮ মিনিট ৩০ সেকেন্ড রক্তের মতো লাল ব্লাড মুন দেখা যাবে৷  এই বছরের দ্বিতীয় এবং সর্বশেষ চন্দ্রগ্রহণ এটি।  প্রথম চন্দ্রগ্রহণ হয়েছিল ২৬ মে ২০২১।  ৫৮০ বছরের মধ্যে দীর্ঘতম খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ এটি৷

আমেরিকার ইন্ডিয়ানায় বাটলার বিশ্ববিদ্যালয়ের হলকোম্ব অবজারভেটরি ও নাসা জানিয়েছে,  শুক্রবার চিন, জাপান, উত্তর ও দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং, মঙ্গোলিয়া, ম্যাকাও-সহ গোটা পূর্ব এশিয়ায় এই চন্দ্রগ্রহণ দেখা যাবে । এছাড়া  অস্ট্রেলিয়া, উত্তর ইউরোপে, উত্তর ও দক্ষিণ আমেরিকায়, প্রশান্ত মহাসাগর ও লাগোয়া দেশগুলিতেও দেখা যাবে৷

ভারতীয় সময় শুক্রবার দুপুর ২টো ৩২ মিনিটে
খণ্ডগ্রাস চূডা়ন্ত মুহূর্তে পৌঁছবে। তবে ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না। পূর্ণিমার চাঁদের চেয়ে কিছুটা ছোট হবে শুক্রবারের চাঁদ। পৃথিবীর ছায়ায় চাঁদের ৯৭.৪ শতাংশই ঢাকা থাকার  ফলে, আক্ষরিক অর্থে খণ্ডগ্রাস হলেও শুক্রবারের চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস এর মতই মনে হবে৷

শুক্রবারের পূর্ণিমার চাঁদের রং অবশ্য পুরোপুরি লাল হবে না। শুক্রবারের পূর্ণিমার চাঁদ এ বছরে সবচেয়ে দূরে রয়েছে পৃথিবী থেকে৷পৃথিবীকে একটি উপবৃত্তাকার (‘ইলিপ্টিক’) কক্ষপথে প্রদক্ষিণ করে চাঁদ। ফলে, কখনও একেবারে কাছে (‘পেরিজি’) আবার কখনও একেবারে দূরে (‘অ্যাপোজি’) চলে যায় চাঁদ। কাছে এলে পূর্ণিমার চাঁদের আকার বড় হয়। দূরে গেলে হয়ে যায় ছোট।
তাই সবচেয়ে ছোট আকারের দেখাবে৷

You may also like

Leave a Reply!