Home দেশ দ্রুত সমস্যার সমাধান হবে, টিকটক কর্মীদের আশ্বাস

দ্রুত সমস্যার সমাধান হবে, টিকটক কর্মীদের আশ্বাস

by banganews

দিল্লি, ২৭ অগাস্ট, ২০২০ঃ এবার সংস্থার কর্মীদের পাশে এসে দাঁড়ালেন টিকটক প্রতিষ্ঠাতা ঝ্যাং ইমিং। সকলকে আশ্বস্ত করে চিঠি দিলেন ঝ্যাং। জানালেন, টিকটক নিয়ে ভারত এবং আমেরিকাতে যে যে সমস্যা দেখা দিয়েছে, সেগুলো দ্রুত মিটিয়ে ফেলার চেষ্টা চলছে। বাইটডান্স কর্মীদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে এ কথা জানিয়েছেন প্রতিষ্ঠাতা ঝ্যাং ইমিং। কোন পথে সমাধান সম্ভব, তা নিয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি।

আরও পড়ুন করোনা সংক্রমণ রুখতে মহরমের শোভাযাত্রায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

প্রসঙ্গত উল্লেখ্য, টিকটকের চিফ এক্সিকিউটিভ কেভিন মেয়ারের ইস্তফার পরেই প্রতিষ্ঠাতার লেখা এই চিঠি জনসমক্ষে প্রকাশ করা হয়।
নিরাপত্তা নিয়ে সন্দেহের বশে সম্প্রতি ভারত এবং আমেরিকা, এই দু দেশেই বন্ধ হয়ে গিয়েছে টিকটকের ব্যবসা। তাছাড়া ভারতে চিনের আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ করে বেশ কয়েকটি চিনা অ্যাপের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তার মধ্যে রয়েছে টিকটকও। ফলে সংস্থার অস্তিত্ব এবং ভবিষ্যৎ নিয়ে কর্মীরা শঙ্কিত। এবার তাঁদের আশ্বস্ত করতে প্রকাশ্যে এল সংস্থার প্রতিষ্ঠাতার চিঠি

You may also like

Leave a Reply!