Home দেশ করোনা সংক্রমণ রুখতে মহরমের শোভাযাত্রায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

করোনা সংক্রমণ রুখতে মহরমের শোভাযাত্রায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

by banganews

নয়াদিল্লি, ২৭ অগাস্ট ২০২০ঃ করোনা পরিস্থিতিতে অন্যান্য বারের মতো এবছর আর রাস্তায় মহরমের তাজিয়া বের করা যাবে না।
‘জনগণের স্বার্থেই এই সিদ্ধান্ত’ বলে স্পষ্ট জানিয়ে দিল শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্টের বিচারপতি এস.এ বোবদে- এর নেতৃত্বে, বিচারপতি এ.এস বোপান্না এবং বিচারপতি ভি. রামাসুব্রহ্মণ্যমের ডিভিশন বেঞ্চ আজ এই রায় ঘোষণা করে।

আরও পড়ুন স্বাধীনতার ৭৪ বছরে কাশ্মীরের ২০ গ্রামে বিদ্যুৎ

বিচারপতিরা জানান, ‘দেশের এই মহামারী অবস্থায়, দেশজুড়ে শোভাযাত্রা করার নির্দেশ দেওয়া সম্ভব নয়। এতে আরও সমস্যা তৈরি হবে। এবং সামাজিক দূরত্ব বিধি না মেনে জমায়েতে যোগ দেওয়ার ফলে হু হু করে সংক্রমণ বাড়বে।’ পরবর্তীকালে, সংক্রমণ ছড়ানোর জন্য নির্দিষ্ট একটি সম্প্রদায়ের দিকে আঙুল তোলা হবে, তাদের ধর্মাঘাত করা হবে, তা একেবারেই অনভিপ্রেত। তাই মহরমের অনুমতি দেওয়ার অর্থ একটা গোটা সম্প্রদায়কে জেনেশুনে সমস্যার মধ্যে ঠেলে দেওয়া। সেই কারণেই সব দিক বিচার করে এই রায় দেওয়া হয়েছে।

প্রতি বছরের মতো এবছরও যাতে মহরম পালন করা যায় সেই আর্জি নিয়ে মুসলিম সম্প্রদায়ের পক্ষে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন উত্তরপ্রদেশের আইনজীবী সৈয়দ কালবে জওয়াদ। তিনি অনুরোধ করেন, ‘পুরীর রথযাত্রা উৎসব উপলক্ষে শর্তসাপেক্ষে যেভাবে ছাড় দেওয়া হয়েছিল, তেমনি মহররমে শোভাযাত্রা বের করার অনুমতি দেওয়া হোক।’
কিন্তু, এই ব্যাপারে সুপ্রিম কোর্ট তার অবস্থান পরিষ্কার করে জানিয়েছে, ‘যে উৎসবের উদাহরণ এখানে দেওয়া হয়েছে তা একটি নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট লোকসংখ্যার মধ্যে আয়োজন করা হয়েছিল। কিন্তু এই মামলায় গোটা দেশকে অনুমতি দেওয়ার আর্জি জানানো হয়েছে।’

আরও পড়ুন ‘স্টুপিড’ থেকে বিষ্ণুর একাদশতম অবতার! গুগল সার্চে নরেন্দ্র মোদির “স্টেটাস” বদল

দুটো উৎসবের পরিস্থিতি এবং ক্ষেত্র দুই আলাদা। ‘যদি এই অনুষ্ঠান শুধুমাত্র বিশেষ একটি জায়গার মধ্যেই পালন করা হত, তাহলে বিষয়টি দ্বিতীয়বার বিবেচনা করে দেখা যেত।’

You may also like

Leave a Reply!