Home দেশ ‘স্টুপিড’ থেকে বিষ্ণুর একাদশতম অবতার! গুগল সার্চে নরেন্দ্র মোদির “স্টেটাস” বদল

‘স্টুপিড’ থেকে বিষ্ণুর একাদশতম অবতার! গুগল সার্চে নরেন্দ্র মোদির “স্টেটাস” বদল

by banganews

দিল্লি, ২৭ অগাস্ট, ২০২০ : সম্প্রতি গুগল সার্চ ইঞ্জিনের জটিল অ্যালগোরিদমিক ফাংশন মনে করছে বিষ্ণুর একাদশতম অবতার হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি!

একটা সময় গুগলে যদি কেউ ‘স্টুপিড’ লিখে সার্চ করতেন, তাহলে ফলাফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দেখা যেত। এ ধরনের ঘটনার কৈফিয়ৎ দিয়ে গুগল জানিয়েছিল, “এ ধরনের সার্চ ইঞ্জিন রেজাল্ট আমাদেরকে অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন করে, এগুলি গুগল কর্তৃপক্ষের ব্যক্তিগত মতামতের কোনরকম প্রতিফলন ঘটায় না। অনেক সময় ছবিগুলি যেভাবে ইন্টারনেটে বিবৃত হয় তা নির্দিষ্ট কিছু প্রশ্নের অদ্ভুত সব ফলাফল তৈরি করে। এর জন্য কোন ধরনের জটিলতা বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হলে আমরা তার জন্য ক্ষমাপ্রার্থী।”

আরও পড়ুন ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের বার্তা দিলেন দিব্যেন্দু অধিকারী

জানা গিয়েছে সংবাদ সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনের শিরোনাম ছিল –
“ভারতের নতুন নেতার সঙ্গে কর্মযোগের কারণ কী? এটাই অর্থনীতি, বোকা”
প্রধানমন্ত্রীর ছবি সঙ্গে বোকা কথাটি থাকার ফলে সার্চ ইঞ্জিনের জটিল অ্যালগরিদমে, ‘স্টুপিড’ হিসেবে নরেন্দ্র মোদির ছবি দেখাতে শুরু করেছিল।

আরও পড়ুন অসহায় দম্পতির আজীবনের ওষুধের দায়িত্ব নিলেন দেব

সম্প্রতি সেরকমই একটি ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। কেউ বিষ্ণুর একাদশতম অবতার লিখে সার্চ করলে তার ফলাফলে নরেন্দ্র মোদির ছবি আসছে। এর নেপথ্যে মহারাষ্ট্রের বিজেপি নেতা অদ্ভুত ওয়াঘের একটি টুইট। তিনি লিখেছিলেন –
“প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি বিষ্ণুর একাদশতম অবতার। যদা যদা হি ধর্মস্য…”
তাঁর এই পোস্ট কিছুটা আলোড়ন ফেললে গুগল তার নিরিখে, সার্চ ইঞ্জিনে নরেন্দ্র মোদিকে অবতার বলে সাব্যস্ত করতে শুরু করে।

You may also like

Leave a Reply!