Home বঙ্গ জিটিএ বৈঠক বাতিল করে দিল কেন্দ্র

জিটিএ বৈঠক বাতিল করে দিল কেন্দ্র

by banganews

পশ্চিমবঙ্গ,০১ আগস্টঃ  বিমল গুরুংপন্থীরা জানিয়ে দিয়েছিলেন, জিটিএ বৈঠকে যাবেন না তাঁরা। আর তারপরেই জিটিএ-র রিভিউ বৈঠক না ডাকার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
তবে ৭ আগস্ট তারিখে এই বৈঠক কেন হবে না, তা নিয়ে অবশ্য সরকারিভাবে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন অবসাদের জের? বিষ্ণুপুরের রাজার রহস্যমৃত্যু

পাঁচ বছর বাদে এই বৈঠক ডাকা নেহাতই পিছনের পথে হাঁটা বলে মনে করে অধিকাংশ পাহাড়ি দল। জিটিএ-র চেয়ারম্যান বিনয় তামাং, অন্যদিকে জিজেএমের পক্ষে রোশন গিরি, দুজনেই বলেন যে তাঁরা এই বৈঠকে অংশ নেবেন না। পাহাড়ের  দলগুলি অংশ না নিলে খালি জেলা শাসকের সঙ্গে বৈঠক করে যে খুব একটা কাজের কাজ হবে না, তা বুঝতে পেরেই আপাতত বৈঠক বাতিল করা হয়েছে বলে মনে করা হয়েছে। পরবর্তীকালে এই বৈঠক ফের হয় কিনা, ও তাতে পাহাড়ি দলগুলির প্রতিনিধিরা অংশ নেন কিনা, সেটাই বড় প্রশ্ন।

You may also like

Leave a Reply!