Home কলকাতা মুখ্যমন্ত্রীর দাবি মেনে নিল কেন্দ্র, বাংলায় আসবে না ৬ শহরের বিমান

মুখ্যমন্ত্রীর দাবি মেনে নিল কেন্দ্র, বাংলায় আসবে না ৬ শহরের বিমান

by banganews

অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মেনে নিল কেন্দ্র সরকার। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, বাংলায় বিমান আসা-যাওয়া নিয়ন্ত্রিত করতে হবে। যে সব রাজ্যে করোনার প্রকোপ বেশি, বিশেষত সেই সব রাজ্য থেকে বাংলায় করোনা সংক্রমণ ঠেকাতেই এই নিয়ন্ত্রণ জরুরি। অবশেষে তা মেনে নিল কেন্দ্র। ৬ টি শহর থেকে কলকাতায় বিমান আসা আপাতত বন্ধ থাকছে।

আরও পড়ুন ২১ জুলাইয়ের কর্মসূচি নিয়ে ভিডিও কনফারেন্সে বৈঠক মমতার

দিল্লি, মুম্বই, পুণে, নাগপুর, চেন্নাই ও আমদাবাদ থেকে বিমান আসা বন্ধ রাখা হচ্ছে। ৬ থেকে ১৯ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। করোনা সংক্রমণ রুখতে নিয়ন্ত্রিত বিমান চলাচলের দাবি জানিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রীর সেই দাবি মেনে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

You may also like

Leave a Reply!