Home বঙ্গ স্বনির্ভর হতে ঋণ দেবে প্রশাসন

স্বনির্ভর হতে ঋণ দেবে প্রশাসন

by banganews

হুগলী, ১৭ সেপ্টেম্বর, ২০২০ঃ  করোনা আবহে কাজ হারিয়েছেন অনেকেই। অনেকেরই আবার ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কর্মহীনদের পাশে দাঁড়াচ্ছে রাজ্য সরকার। স্বনির্ভর হতে ২ লক্ষ টাকা ঋণ ও কিছু টাকা ভর্তুকি দেওয়ার ঘোষণা করেছে রাজ্য প্রশাসন।

আরও পড়ুন মহালয়া কেন? কী তার কাহিনি?

লকডাউনে যারা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা যাতে আবার ঘুরে দাঁড়াতে পারেন, সেই কারণেই এই প্রকল্প আনছে রাজ্য সরকার। এই প্রকল্প যুবসমাজকে কাজের সন্ধান দেবে, ফলে অর্থনীতিও কিছুটা চাঙ্গা হবে বলে মনে করা হচ্ছে। ক্ষুদ্র ও কুটিরশিল্প দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্মসাথী প্রকল্পের মাধ্যমে নানাধরনের কাজের সুবিধার কথা বলা হয়েছে। ঋণের জন্য আবেদন ও ঋণদানের প্রক্রিয়াকে সম্পন্ন করতে একটি স্ক্রিনিং কমিটি গঠন করা হয়েছে। বুধবার হুগলি জেলাশাসক দপ্তরে এই বিষয় বৈঠক হওয়ার পর জেলাশাসক ওয়াই রত্নাকর রাও নির্দেশ দিয়েছেন আবেদনপত্র দ্রুত খতিয়ে দেখে ঋণদানের প্রক্রিয়া সম্পন্ন করতে।

You may also like

Leave a Reply!