Home দেশ হাইকোর্টের দ্বারস্থ পদ খোয়ানো সচিন পাইলট

হাইকোর্টের দ্বারস্থ পদ খোয়ানো সচিন পাইলট

by banganews
রাজস্থানের রাজনীতিতে আবারও নতুন জট। এবার আইনের শরণাপন্ন সচিন পাইলট। তাঁকে ও তাঁর সহযোগী মন্ত্রী বিধায়কদের পদ থেকে সরনোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে এ বার আদালতের দ্বারস্থ হলেন ‘বিদ্রোহী’ নেতা।
তাঁর পাশাপাশি রাজস্থান হাইকোর্টে আবেদনে শামিল হয়েছেন তাঁর অনুগামী আরও ১৮ জন বিধায়ক। তাঁদের প্রত্যেককে বরখাস্তের নোটিস পাঠিয়েছেন রাজস্থান বিধানসভার অধ্যক্ষ সিপি যোশি। সেই নোটিসকেই চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আপিল করেছেন পাইলট। কংগ্রেস বিধানসভা থেকে তাঁদের বরখাস্তের দাবি জানিয়েছে।
পদ খোয়ানোর পর পরই সচিন পাইলট টুইট করেন, ‘সত্যকে হয়রান করা যায়, কিন্তু হারানো যায় না।’ কাজেই তিনি যে রণে ভঙ্গ দিচ্ছেন না, সেটা সে দিনই বুঝিয়ে দিয়েছিলেন। এরপর বৃহস্পতিবার টিম পাইলট আদালতের দ্বারস্থ হল। এ দিনই বিকেল ৩টেয় শুনানি। সচিন পাইলটের হয়ে লড়ছেন শীর্ষ আইনজীবী হরিশ সালভে ও মুকুল রোহতগি।

You may also like

Leave a Reply!