Home ফিচার স্নান করলেই বাড়বে সৃজনশীলতা, দাবী সমীক্ষায়

স্নান করলেই বাড়বে সৃজনশীলতা, দাবী সমীক্ষায়

by banganews

সৃজনশীলতা আসলে কী? কোনও সমস্যা বা ক্রিয়েটিভ আইডিয়ার সমাধান যদি হাতের কাছে না থাকে তখন মস্তিষ্ক নিজেই মৌলিক চিন্তা ভাবনার মধ্যে দিয়ে সমাধান খুঁজে নেয়। এই বিষয়ে একাধিক গবেষণা করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, স্নানের সময় বেড়ে যায় সৃজনশীলতা। ২০১৫ সালে করা একটি সমীক্ষার দাবী, স্নান করতে গিয়ে প্রায় ৭২ শতাংশ মানুষের মাথায় এসেছে নতুন আইডিয়া। সাধারণত, ১৮-৬৪ বছর বয়সী ৪০০০ মানুষের উপর করা হয়েছে এই সমীক্ষাটি।

বিশেষজ্ঞদের মতে, একে বলে ডিফল্ট মোড নেটওয়ার্ক। এক্ষেত্রে অবচেতন মনে পরস্পর সম্পর্কবিহীন একটি ভাবনার ধারা অপর একটি ভাবনার সঙ্গে ধাক্কা খায়।

 

রূপচর্চায় হলুদ খুবই উপকারি, কিন্তু ব্যবহারে ভুল হলেই বিপদ

এর ফলে মস্তিষ্কে নতুন সংযোগ তৈরি হয়। তবে কেন এমনটি হয়? বিশেষজ্ঞদের মতে, স্নানের সময় মানুষের চিন্তা-ভাবনা কিছুটা অন্তর্মুখী হয়ে যায়। আবার কারো মতে, এ সময় ডোপামাইন হরমোনের ক্ষরণ বেড়ে যায়। তবে এই বিষয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

You may also like

Leave a Reply!