Home বিদেশ ইলন মাস্কের স্টারশিপ! ৩০ মিনিটের কম সময়েই পৌঁছে যান পছন্দের দেশে

ইলন মাস্কের স্টারশিপ! ৩০ মিনিটের কম সময়েই পৌঁছে যান পছন্দের দেশে

by banganews

চালু হতে চলেছে ইলন মাস্কের নতুন প্রোজেক্ট স্টারশিপ। এর মাধ্যমে ১ ঘণ্টারও কম সময়ে বিশ্বের একপ্রান্ত থেকে অপরপ্রান্তে পৌঁছনো যাবে। ২০১৭ সালে প্রথম এই প্রজেক্টের ঘোষণা করেন ইলন মাস্ক। অস্ট্রেলিয়ার একটি কনফারেন্সে যোগ দিয়ে সেখানেই এই ঘোষণা করেন তিনি। অতি দ্রুত পৃথিবীর এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছনো সম্ভব হবে এর ফলে। এর জন্য যাবতীয় প্রযুক্তি তৈরির কাজ করছে SpaceX।

অস্ট্রেলিয়ার ওই কনফারেন্সে একটি ভিডিওতে দেখানো হয়, কয়েকজন যাত্রী নিউইয়র্কে ওই স্টারশিপে চড়ছেন এবং মহাকাশের মধ্য দিয়ে আধঘণ্টার মধ্যে ওই যানটি চিনের শাংহাইয়ে ল্যান্ড করছে। এবিষয়ে মাস্ক জানিয়েছিলে, তিনি আশা করছেন বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে সাধারণত ৩০ মিনিটের কম সময় লাগবে। কোনও কারণে অতিরিক্ত সময় লাগলেও তা ১ ঘণ্টার বেশি হবে না।

এই এয়ারক্রাফ্টের ভাড়া ইকোনমি ক্লাসের মতোই হবে। জানা গেছে, ওই স্টারশিপ প্রতি ঘণ্টায় সাতাশ হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম। সম্প্রতি বিশ্বের যে কোনও শহর থেকে অন্য কোনও শহর যেতে কতক্ষণ সময় লাগবে সে বিষয়ে একটি গ্রাফিক্সও শেয়ার করা হয়েছে। সেখানে জানানো হয়েছে,

 

যুদ্ধক্ষেত্র ইউক্রেনে ইন্টারনেট পরিষেবা চালু ইলন মাস্কের
* লন্ডন থেকে নিউইয়র্ক যেতে সময় লাগবে ২৯ মিনিট
* লন্ডন থেকে দুবাই যেতে সময় লাগবে ২৯ মিনিট
* লন্ডন থেকে হংকং যেতে সময় লাগবে ৩৪ মিনিট
* লন্ডন থেকে সিডনি যেতে সময় লাগবে ৫১ মিনিট
* নিউইয়র্ক থেকে লস এঞ্জেলস যেতে ২৫ মিনিট সময় লাগবে
* নিউইয়র্ক থেকে সাংহাই যেতে ৩৯ মিনিট সময় লাগবে

You may also like

Leave a Reply!