Home কলকাতা অত্যন্ত সংকটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়

অত্যন্ত সংকটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়

by banganews

কলকাতা, ১৩ অক্টোবর, ২০২০ঃ ফের অত্যন্ত সংকটজনক কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। বাড়ছে ব্রেন ডেথের আশঙ্কা। হাসপাতাল সূত্রে খবর অভিনেতার চেতনাস্তর ৫ এ নেমে এসছে অভিনেতার, চেতনাস্তর ৩ হলেই ব্রেন ডেথ হিসাবে ধরে নেওয়া হয়। বুধবার ট্র্যাকিওস্টমি করা হয়েছিল, তা সফলভাবেই সম্পন্ন হয়। বৃহস্পতিবার প্রথম পর্যায়ের প্লাজমাফেরেসিস করা হয়, মনে করা হয়েছিল আচ্ছন্নভাব ও অসংলগ্নতা কেটে যাবে তবে আজও অবস্থার পরিবর্তন হয়নি।

আরও পড়ুন স্বাস্থ্যবিধি শিকেয় বর্ধমান স্টেশনে

অভিনেতার চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তার অরিন্দম কর জানান আগে সৌমিত্রবাবুর চেতনাস্তর ৯ থেকে ১০ এর মধ্যে ছিল। তবে হঠাৎ করে তা কেন নেমে গেল তা বোঝা যাচ্ছে না। কিডনির অবস্থাও ভালো নয় এই বর্ষীয়ান অভিনেতার তবে হৃৎস্পন্দন স্বাভাবিকের থেকে অনেক বেশি। EEG ও সিটি স্ক্যান করা হয়েছে। কিন্তু তাতে কোনও অস্বাভাবিকতার লক্ষণ দেখা যায়নি। এখন অলৌকিক কিছু ঘটার আশায় রয়েছেন চিকিৎসকরাও। প্রবাদপ্রতীম শিল্পী লড়াই চালিয়ে যাচ্ছেন। তাঁর এই লড়াইয়ের জন্য সকলকে প্রার্থনা করার অনুরোধ জানিয়ে ডা. কর বলেন, “আমরা নিজেদের সেরাটা দিয়েছিলাম। কিন্তু সেটা বোধহয় ওনার স্বাস্থ্যের উন্নতির জন্য যথেষ্ট ছিল না।”

You may also like

Leave a Reply!