Home দেশ শেয়ার মার্কেটে টাকার ছড়াছড়ি

শেয়ার মার্কেটে টাকার ছড়াছড়ি

by banganews

সমস্ত রেকর্ড ভেঙে শুক্রবার সকালেই সেনসেক্স (Sensex) ৬০ হাজারের গণ্ডি পার করল। এ দিন সকালে বাজার খুলতেই লাভের মুখ দেখে ইনফোসিস(Infosys), এইচডিএফসি ব্য়াঙ্ক (HDFC Bank), আইসিসআইসিআই ব্যাঙ্ক(ICICI Bank), টিসিএস(TCS)-র মতো সংস্থা।

বৃহস্পতিবার আন্দাজ করা গিয়েছিল , এদিন বাজার খুললে সেনসেক্স-নিফটি সর্বকালের সর্বোচ্চ রেকর্ড সূচকে পৌঁছতে পারে। গতকালই দুপুরে সেনসেক্সের সূচক পৌঁছে গিয়েছিল ৫৯,৯৫৭.২৫ পয়েন্টে। বাজার বন্ধের সময় সেই সেনসেক্সের সূচকই ছিল ৫৯.৮৮৫.৩৬ পয়েন্টে। এ দিন সকালে বাজার খুলতেই সূচক ৪২৭ পয়েন্ট বেড়ে ৬০,৩১২.৫১ পয়েন্টে পৌঁছয়। অন্যদিকে, সেনসেক্সের পাশাপাশি নিফটিও রেকর্ড গড়েছে। গতকালই নিফটির সূচক ১৭৬ পয়েন্ট বেড়ে ১৭৮২৩-এ পৌঁছেছিল। এ দিন সকালে বাজার খুলতেই একলাফে ১০৯ পয়েন্ট বাড়ে নিফটির সূচক। ১৭,৯৪৭ সূচকে সর্বকালীন সূচকের রেকর্ড গড়ে।

এ দিন সকালে বাজার খুলতেই সকাল ৯টা ২৫ মিনিটে সেনসেক্সের সূচক ২৭৮ পয়েন্ট বেড়ে ৬০ হাজার ১৬৩-এ পৌঁছয়। সেই সময় নিফটির সূচকও ১০৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৭,৯৩২-তে পৌঁছয়। আন্তর্জাতিক বাজারে শেয়ারের দর বাড়তে এবং ডলারের দামও গত এক মাসে সর্বকালীন সর্বোচ্চ দরে পৌঁছতেই ভারতেও শেয়ার বাজারের দর বেড়েছে।
ন্যাশানাল স্টক এক্সচেঞ্জের অধীনে যে ১৫টি সেক্টর রয়েছে, তার মধ্যে ৯টি সংস্থারই নিফটি সূচক স্বাভাবিকের সূচনায় বেশি ছিল। নিফটি ব্যাঙ্ক, ফার্মা, বেসরকারি ব্যাঙ্কগুলির শেয়ারই সবথেকে বেশি কেনাবেচা হয়েছে। বাজারদর কিছুটা কম ছিল ধাতু, মিডিয়া, পিএসইউ ব্যাঙ্কিং ও রিয়েল এস্টেটের বাজারে।
এ দিনের সেনসেক্স ও নিফটি সূচক রেকর্ড গড়ায় সবথেকে বেশি লাভ করেছে উইপ্রো (WIPRO) সংস্থা। এছাড়া গ্রাসিম ইন্ডাস্ট্রিজ(Grashim Industries), ইনফোসিস(Infosys), লারসেন অ্যাণ্ড টার্বো (Larson & Turbo), এইচসিএল টেকনোলজি (HCL Technology), এশিয়ান পেইন্টস (Asian Paints), টাটা কনসালটেন্সি সার্ভিস(TATA Consultancy Service), ইচার মোটরস( Eicher Motors), এইচডিএফসি ব্য়াঙ্ক (HDFC Bank), আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank) ও টেক মাহিন্দ্রা(Tech Mahindra)-র মতো সংস্থার শেয়ার দর ১ থেকে ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আরো পড়ুন

পারিবারিক পেনশন বিধিতে নয়া সংযোজন

অন্যদিকে, জেএসডব্লু স্টিল (JSW Steel), হিন্ডালকো (Hindalco), এনটিপিসি(NTPC), এসবিআই লাইফ(SBI Life), হিন্দুস্থান ইউনিলিভার (Hindustan Unilever), বাজাজ ফিনান্স (Bajaj Finance), টাটা কনজিউমার প্রোডাক্ট (Tata Consumer Products), মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা(Mahindra & Mahindra)-র শেয়ারদর না বাড়ায়, এই সংস্থাগুলি কিছুটা ক্ষতির মুখ দেখল।

You may also like

Leave a Reply!