Home বঙ্গ ডেউচা-প্যাকেজ সম্মতিতে সই বেশ কিছু জমিদাতার

ডেউচা-প্যাকেজ সম্মতিতে সই বেশ কিছু জমিদাতার

by banganews

প্রস্তাবিত সরকারি প্যাকেজ অনুযায়ী বীরভূমের ডেউচা-পাঁচামির কয়লাখনির জন্য জমি দিতে সম্মত হয়ে অঙ্গীকারপত্রে সই করলেন এলাকার বেশ কয়েক জন জমি মালিক। তাঁরা সিউড়ি শহরে, ডিআরডিসি হলে এসে স্ট্যাম্প পেপারে সই করেন। জমি দিতে ইচ্ছুক এলাকার ৫০ জন আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ক্ষতিপূরণের চেক নেবেন বলেও প্রশাসন সূত্রের খবর।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্যাকেজে সন্তুষ্ট হয়ে জমি দিতে ইচ্ছুক, এমন ২৪২ জনের নাম চূড়ান্ত করা হয়েছে। সরকারি ঘোষণা অনুয়ায়ী জমিদাতারা ক্ষতিপূরণের টাকা পাবেন, সঙ্গে পরিবার পিছু চাকরির নিয়োগপত্র। যাঁরা অন্যের জমিতে বসবাস করছেন, তাঁদের পাট্টা ও পরিবার পিছু চাকরির নিয়োগপত্র দেওয়া হবে আজই। বীরভূমের জেলাশাসক বিধান রায় বলেন, ‘‘প্রথম তালিকা থেকে ৪০ জন এবং দ্বিতীয় তালিকা থেকে ১০ জনকে আজ কলকাতায় পাঠানো হচ্ছে। তাঁরা মুখ্যমন্ত্রীর হাত থেকে চেক নেবেন। আজই জেলায় অনুষ্ঠান করে প্রশাসনের তরফে বাকিদেরও সেটা দেওয়া হবে।’’

 

অনুপ্রেরণা মমতা বন্দ্যোপাধ্যায়, পাশে স্ত্রী, ২৫ বছর ৫০ রকমের চপ ভেজে চলেছেন ১ নম্বর চপশ্রী

এই প্রসঙ্গে, অঙ্গীকারপত্রে সই করা জমি মালিক বুদ্ধদেব গড়াই, সনৎকুমার গড়াই, দিব্যেন্দু ঘোষালেরা বলেন, ‘‘আমাদের আধার কার্ড, ভোটার কার্ড, জমির কাগজ নিয়ে ডাকা হয়েছিল। আমরাও এসেছিলাম। সেখানে একটি সম্মতিপত্রে আমরা সই করেছি।’’

You may also like

Leave a Reply!