Home বিনোদন সুশান্তের অবসাদেরই সঙ্গী হলেন তাঁর হুগলির অনুরাগী

সুশান্তের অবসাদেরই সঙ্গী হলেন তাঁর হুগলির অনুরাগী

by banganews

এক অবসাদ টেনে নিয়ে গেল আরেক অবসাদকে। সুশান্ত সিং রাজপুতের দুঃখে তাঁরই দেখানো পথে চলে গেলেন হুগলি উত্তরপাড়ার অরুন্ধতী দাস। সুশান্তের আকস্মিক মৃত্যু তাঁর ভক্তরা মেনে নিতে পারেননি। অরুন্ধতী তাঁদেরই একজন। তার ওপর উত্তরপাড়ার ঘড়িবাড়ি আবাসনের এই মেয়েটি নিজেও ভুগছিলেন অবসাদে। বঠর বত্রিশের তরুণী লকডাউনের জেরে তাঁর তথ্যপ্রযুক্তি সংস্থার চাকরি হারান। বছর চারেক আগে বিয়ে হলেও পারিবারিক জীবন সুখের নয়। দু বছর আগেই বিচ্ছেদ হয়ে যায়। সবমিলিয়ে এমনিতেই বিপর্যস্ত ছিলেন। তার মধ্যেই অবসাদের এমন খবর।

আরও পড়ুন আমুল ডুডলে সুশান্ত4

বৃহস্পতিবার দুপুরে বাড়ির শৌচালয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন অরুন্ধতী। তবে যাওয়ার আগে নিজের জন্য নয়, সুশান্তের জন্য তাঁর সোশাল সাইটে লিখে যান—‘তুমি রবে নীরবে।’
অরুন্ধতীর দেহ ময়নাতদন্ত করতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

You may also like

Leave a Reply!