Home দেশ প্রবল চাপে অবশেষে মুখ খুললেন সলমন

প্রবল চাপে অবশেষে মুখ খুললেন সলমন

by banganews

আমার অনুরাগীদের কাছে অনুরোধ, আপনারা সকলে সুশান্তের ভক্তদের পাশে দাঁড়ান। তাঁদের আচরণ আর কথায় ক্ষুব্ধ না হয়ে আবেগটা বোঝার চেষ্টা করুন। ভালোবাসার মানুষের বিয়োগব্যথা সহ্য করা খুব কঠিন।’
দীর্ঘ প্রায় একসপ্তাহ নীরব থাকার পর শনিবার বেশি রাতে এই টুইটটি করেন সলমন খান। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর শোকবার্তা জানিয়েছিলেন সলমন। সেই বার্তার প্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে ফেটে পড়ে অসন্তোষ। সুশান্তকে নিয়ে তাঁর উপেক্ষামূলক ভিডিও ক্লিপিং আগুনের মতো ছেয়ে যায় নেটদুনিয়ায়। তাঁর নামে মামলাও দায়ের হয় পাটনায়।

আরও পড়ুন নেপোটিজম ইস্যুতে বিস্ফোরক শ্রীলেখা মিত্র -ঋতুপর্ণা প্রসেনজিত সহ টলিউডের তাবড় অভিনেতা পরিচালকদের বিরুদ্ধে অভিযোগ 

এমনকী পাটনার বিয়িং হিউম্যান কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান অসংখ্য মানুষ। টুইটারেও জমা হতে থাকে প্রবল সমালোচনা। আর এসবের ধাক্কায় টুইটার ছেড়ে বেরিয়ে যান আয়ুষ শর্মা, সোনাক্ষী সিনহার মতো সলমন অনুরাগীরা।
এত কিছু বিপর্যয়ের পর এবার ড্যামেজ কন্ট্রোলে নামলেন খোদ সলমন খান।

You may also like

Leave a Reply!