Home দেশ বিতর্কের মধ্যেই বাজারে দেদার বিকোচ্ছে নেপালের সংশোধিত ম্যাপ

বিতর্কের মধ্যেই বাজারে দেদার বিকোচ্ছে নেপালের সংশোধিত ম্যাপ

by banganews

কাঠমান্ডু, ২ আগস্ট, ২০২০: ফের ভারতের সঙ্গে সংঘাতের পথে নেপাল। মদতে বেজিং। এবার নেপালের সংশোধিত ম্যাপ নিয়ে রাষ্ট্রসঙ্ঘ-সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামের দ্বারস্থ হচ্ছে সেদেশের সরকার। ভারতের লিম্পিয়াধুরা, কালাপানি ও লিপুলেখকে নেপালের ভূখণ্ড বলে দাবি করা হয়েছে ওই ম্যাপে। ইতিমধ্যেই নেপাল পার্লামেন্টে পাশ হয়েছে সেই ম্যাপ। জানা গিয়েছে, অগাস্টের মাঝামাঝি ওই ম্যাপ আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যাবে কে পি শর্মা ওলির সরকার।

আরও পড়ুন :  চিনা মাঞ্জার জালে বোটানিক্যাল গার্ডেন, সঙ্কটে পাখিরা

নেপাল সরকারের ভূমি, সমবায় ও দারিদ্র দূরীকরণ সংক্রান্ত মন্ত্রী পদ্ম আরায়ল জানান, কালাপানি-লিপুলেখ এবং লিম্পিয়াধুরা-সহ নেপালের সংশোধিত ম্যাপ রাষ্ট্রসঙ্ঘের অন্যান্য প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক ফোরামে তুলে ধরা হবে। এই ম্যাপের ৪ হাজার ইংরেজি প্রতিলিপি ছাপানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ওই ম্যাপের প্রায় ২৫ হাজার প্রতিলিপি ছাপিয়ে দেশের বিভিন্ন সরকারি অফিসে বিনামূল্যে দেওয়া হয়েছে। বাজারে নেপালি মুদ্রায় ৫০ টাকায় বিক্রি হচ্ছে নয়া ম্যাপ।

You may also like

Leave a Reply!