Home দেশ নয়া কষি অর্ডিন্যান্সের প্রতিবাদে পদত্যাগ কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কৌর বাদলের

নয়া কষি অর্ডিন্যান্সের প্রতিবাদে পদত্যাগ কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কৌর বাদলের

by banganews

সংসদে নতুন কৃষি বিল পাশ হওয়ার আগে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হরসিমরত কৌর বাদল৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনের দিনই সোশাল মিডিয়ায় পদত্যাগের কথা জানান মন্ত্রী হরসিমরত কৌর বাদল। তিনি এনডিএ-এর জোট শরিক শিরোমণি অকালি দলের একমাত্র প্রতিনিধি ছিলেন মোদীর মন্ত্রীসভায়৷

ট্যুইটারে হরসিমরত লিখেছেন, ‘সরকারের কৃষক বিরোধী অর্ডিন্যান্স এবং আইনের প্রতিবাদে আমি কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছি। কৃষক ভাইবোনদের পাশে থাকতে পেরে আমি গর্বিত।’

আরো পড়ুন – ‘মহাভারতের থেকেও কঠিন করোনার বিরুদ্ধে যুদ্ধ’, মোদিকে কটাক্ষ শিব সেনার

চলতি বাদল অধিবেশনে কৃষিক্ষেত্রে তিনটি নতুন বিল পাশ করতে চলেছে কেন্দ্র। সেগুলি হল অত্যাবশ্যক পণ্য (সংশোধনী) অর্ডিন্যান্স, ফার্মার্স (এমপাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন) এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসিওরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিসেস অর্ডিন্যান্স ও ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স (প্রমোশন অ্যান্ড ফ্যাসিলিটেশন) অর্ডিন্যান্স৷

পঞ্জাবে এই তিনটি নতুন কৃষি বিলের বিরোধিতায় প্রতিবাদ শুরু করেছেন কৃষকরা। তার জেরেই পদত্যাগ হরসিমরতের। তবে এনডিএ ছেড়ে তাঁরা যে এখনই বেরোচ্ছেন না, তা স্পষ্ট করে দিয়েছেন তিনি।

আরো পড়ুন- মহিলা নেত্রীর প্রতি অশালীন আচরণের অভিযোগ দলেরই নেতার বিরুদ্ধে

কেন্দ্র সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে, এই তিনটি বিল পাশ হলে কৃষকরা তাঁদের ফসলের ন্যায্য দাম পাবেন। ফসলের উৎপাদন, বণ্টন এবং দাম নির্ধারণের ক্ষেত্রে স্বাধীনতা পাবেন কৃষকরা৷

কিন্তু কৃষকদের বক্তব্য, এর ফলে দেশের কৃষিব্যবস্থা কর্পোরেটদের কুক্ষিগত হয়ে যাবে৷ আর্থিকভাবে চরম বিপর্যয়ের মুখে পড়বেন কৃষকরা৷ বিল পাশ রুখতে দেশজুড়ে একত্রিত হয়ে আন্দোলনে নেমেছে একাধিক কৃষক সংগঠন৷ পঞ্জাব, হরিয়ানার মতো কৃষি নির্ভর রাজ্যগুলিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে৷ যদিও কেন্দ্র সরকার এখনও তাদের সিদ্ধান্তে অটল।

You may also like

Leave a Reply!