Home দেশ আজ থেকে মিলবে কাউন্টারে টিকিট।

আজ থেকে মিলবে কাউন্টারে টিকিট।

by banganews

আগামী ৩১ শে মে পর্যন্ত চতুর্থ দফার লকডাউন জারি রয়েছে। সমস্ত প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছিল এই অবস্থায়। শুধুমাত্র শ্রমিক স্পেশ্যাল ট্রেন চালানো হবে বলে জানানো হয়েছিল। কিন্তু আগামী ১ জুন থেকে প্যাসেঞ্জার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। ২০০ টি প্যাসেঞ্জার ট্রেন চালানো হবে জানিয়েছেন রেলদপ্তর। এছাড়াও কাউন্টারে টিকিট বিক্রি শুরু করার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। রেলমন্ত্রী পীযুষ গয়াল বলেন “আগামীকাল থেকে গোটা দেশে ১ লক্ষ ৭০ হাজার সাধারণ পরিষেবা কেন্দ্রে টিকিট বিক্রি শুরু হবে, পাশাপাশি কয়েকটি স্টেশনেও টিকিট বিক্রি শুরু করা হবে। তবে ভিড় না হওয়া নিশ্চিত করতে নির্দিষ্ট বিধি তৈরি করা হচ্ছে”।

এছাড়াও রেলমন্ত্রী বলেন ‘কয়েকদিনের মধ্যে আরও কিছু ট্রেন চালানোর কথা ঘোষণা করা হবে। দেশকে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় নিয়ে যেতে হবে বলে তিনি জানিয়েছেন। আজ যে ট্রেনগুলির বুকিং হয়েছে তার মধ্যে হাওড়া ও কলকাতার কিছু ট্রেনও রয়েছে, যেমন অমৃতসর কলকাতা এক্সপ্রেস, হাওড়া সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস, হাওড়া মুম্বাই সিটিসি মেল, আমেদাবাদ হাওড়া এক্সপ্রেস, হাওড়া- নয়াদিল্লি পূর্বা এক্সপ্রেস, শিয়ালদহ -পুরী দুরন্ত এক্সপ্রেস, হাওড়া বিকানের এক্সপ্রেস, হাওড়া- ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস, শালিমার-পাটনা এক্সপ্রেস, দিল্লি-আলিপুরদুয়ার মহানন্দা এক্সপ্রেস। এই ট্রেনগুলির ক্ষেত্রে আরএসি ও ওয়েটিং লিস্ট থাকবে। তবে ওয়েটিং লিস্টে নাম আছে এমন লোককে ট্রেনে উঠতে দেওয়া হবে না। স্টেশনের ফুড প্লাজা খুলে যাবে তবে শুধু খাবার কেনা যাবে বসে খাওয়া যাবে না। তৎকাল ও প্রিমিয়াম বুকিং এর সুবিধা থাকবে না।

You may also like

Leave a Reply!