Home কলকাতা পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল যুব কংগ্রেসের অবস্থান বিক্ষোভ চুঁচুড়ায়, মোদীর কুশপুতুল দাহ

পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল যুব কংগ্রেসের অবস্থান বিক্ষোভ চুঁচুড়ায়, মোদীর কুশপুতুল দাহ

by banganews

হুগলি চু্ঁচুড়া তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চুঁচুড়ার ঘড়ির মোড়ে বিক্ষোভ সমাবেশ৷ হুগলি জেলা তৃণমূল যুব সভাপতি শান্তনু ব্যানার্জির নেতৃত্বে ও দেবাশীষ মুখার্জির উদ্যোগে মমতা ব্যানার্জী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অবস্থান বিক্ষোভ করেন হুগলি-চুঁচুড়া শহর যুব তৃণমূল কংগ্রেস। বিক্ষোভে বক্তব্য রাখেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের দুর্নীতির বিরুদ্ধে সরব হন তিনি৷

এই বিক্ষোভ সমাবেশের আগে বিশ্ব বরেণ্য ডাক্তার তথা বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী ডা: বিধানচন্দ্র রায় এর জন্ম ও মৃত্যু দিন উপলক্ষ্যে ওনার ছবিতে পুষ্পার্ঘ নিবেদন করা হয়।

তৃণমূল কর্মী সমর্থকরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে শ্লোগান দিতে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করেন৷ বিক্ষোভের কারণ পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি৷

আরও পড়ুন আবার দাম বাড়ছে ভর্তুকিহীন গ্যাসের, মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ

আন্তর্জাতিক বাজারে পেট্রোল ডিজেলের দাম হ্রাস পেলেও ভারতে প্রতিদিন প্রেট্রোল ডিজেলের দাম বাড়ছে৷ এমনকি পেট্রোলের থেকে ডিজেলের দাম বেশি হয়ে গেছে৷ ফলে পরিবহনের খরচ বৃদ্ধির আশঙ্কা৷

মিছিলে শ্লোগান দেওয়া হয় “বিজেপি হুঁশিয়ার! পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি হচ্ছে কেন নরেন্দ্র মোদী জবাই চাই জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে নইলে গদি ছাড়তে হবে৷
গ্যাসের দাম বাড়লো কেন নরেন্দ্র মোদী জবাব দাও। ” পাশাপাশি মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের সমর্থনে “বন্দে মাতরম্। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। ” শ্লোগান দেয় সমর্থকরা।

আম্ফানে এমনিতেই ক্ষতিগ্রস্থ সুন্দরবন সাগরদ্বীপ রায়দিঘি সহ সমুদ্র উপকূলবর্তী এলাকা৷ বর্ষায় ইলিশের মরশুমে ট্রলার নিয়ে মৎস্যজীবিরা মাছ ধরতে যেতে পারছেন না ডিজেলের মূল্যবৃদ্ধি হওয়ায়৷ ফলে তাদের রুটিরুজিতে টান পড়েছে।

আরও পড়ুন কেন্দ্রের গরিব কল্যাণ কী? জানেই না রাজ্য বললেন মমতা বন্দ্যোপাধ্যায় 

প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগেই বিভিন্ন জায়গায় বেশি কিছু মানুষ বিজেপির দুর্নীতিতে বীতশ্রদ্ধ হয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে৷

এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব, হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি, হুগলি জেলা তৃণমূল কংগ্রেস আইনজীবী শাখার সভাপতি মৃন্ময় মজুমদার, চুঁচুড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান অমিত রায়। এছাড়া উপস্থিত ছিলেন হুগলি-চুঁচুড়া শহর তৃণমূল যুব কংগ্রেসের সকল নেতৃত্ববৃন্দ।

You may also like

Leave a Reply!