Home বিদেশ বেইরুট বিস্ফোরণের জের, পদত্যাগ লেবাননের প্রধানমন্ত্রীর

বেইরুট বিস্ফোরণের জের, পদত্যাগ লেবাননের প্রধানমন্ত্রীর

by banganews

বেইরুট, ১০ অগাস্ট, ২০২০ঃ  পদত্যাগ করলেন লেবাননের প্রধান মন্ত্রী হাসান ডিয়াব। আজ সেখানকার একটি সংবাদ মাধ্যমে তিনি পদত্যাগের ঘোষণা করেন। বেইরুটের বিস্ফোরণের জেরেই পদত্যাগ করলেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন দারিদ্র্যে, হতাশায় তিন দিনের শিশু কন্যাকে গলা টিপে খুন করল মা

4 আগস্ট বেইরুট এর বন্দর সংলগ্ন এলাকায় পরপর দুটি বিস্ফোরণ হয়। মৃত্যু হয় 200 জনেরও বেশি, আহতের সংখ্যা 6000 ছড়িয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূর পর্যন্ত বাড়ির কাঁচ ভেঙে যায়।

এদিকে আজ বৈঠকে বসে লেবাননের মন্ত্রিসভা। বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সেখানকার স্বাস্থ্য মন্ত্রী হামাদ হাসান। তিনি আগেই জানিয়েছিলেন পদত্যাগ করতে চলেছেন লেবাননের প্রধানমন্ত্রী।

You may also like

Leave a Reply!